۱۵ مهر ۱۴۰۳ |۲ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 6, 2024
ই ইমাম হাসান আসকারী (আ.) শাহাদাত দিবস উপলক্ষে ইরানে বাংলাদেশি ছাত্রদের শোক মজলিস
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ইউনুস আলী গাজী সাহেব

হাওজা / ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে ইরানের ধর্মীয় শহর কোমে বসবাসরত বাংলাদেশি ছাত্রদের একাংশের সংগঠন জামে রুহানিয়াত’র হোসাইনিয়াতে শোক মজলিসের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৮ ই রবিউল আওয়াল, রাসুলুল্লাহ (সা.)'র বংশধর ও উত্তরসূরী, পবিত্র আহলে বাইতের (আ.) ইমামগনের ১১তম প্রতিনিধি ও যুগের ইমাম মাহদী (আ.ফা.)-এর পিতা- ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে ইরানের ধর্মীয় শহর কোমে বসবাসরত বাংলাদেশি ছাত্রদের একাংশের সংগঠন জামে রুহানিয়াত’র হোসাইনিয়াতে শোক মজলিসের আয়োজন করা হয়েছে। এই শোক অনুষ্ঠানে ইরানে বসবাসরত বাংলাদেশি ছাত্রদের পাশাপাশি ভারত ও পাকিস্তানের সম্মানিত আলেম-উলামা, মেহমান উপস্থিত ছিলেন।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ইউনুস আলী গাজী সাহেব। তিনি তার বক্তৃতায় তৎকালীন শাসকগোষ্ঠী বনী আব্বাস ও তাদের লালিত-পালিত দরবারী আলেমদের বিরুদ্ধে ইমাম হাসান আসকারী (আ.) সংগ্রামী জীবন ও পরবর্তী ইমাম অর্থাৎ ইমামে যামানা (আ.ফা.)’র জন্য প্রেক্ষাপট তৈরীর নানান গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ তুলে ধরেন।

এই শোক মজলিসের আয়োজক ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাদাত হোসাইন সাহেব এবং সার্বিক তত্বাবধানে ছিলেন জামে রুহানিয়াত সংগঠনের কর্তৃপক্ষ।

تبصرہ ارسال

You are replying to: .