হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের ছবি। নিচের দিকে লেখা ‘এই ইসরায়েলি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এতে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের ছবিও। অনেকগুলো ভেরিফায়েড হ্যান্ডেল থেকেই শেয়ার করা হয়েছে এই ছবি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই পোস্টার নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ছবি ইরান সরকারের পক্ষ থেকে যদি নিশ্চিত করা হয় তবে বলা যাবে, এর মধ্য দিয়ে এই প্রথম এমন সন্ত্রাসীর তালিকা হলো।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সম্প্রতি লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানো শুরু করে। এ প্রেক্ষাপটে ইসরায়েলে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন ও ইরান– সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সবকিছুর কেন্দ্রে ইসরায়েল। এ কারণে পারমাণবিক বোমা বানিয়ে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের অনেকে।