۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
তাহলে কী ইজরাঈল সত্যিই ধ্বংসের দ্বার প্রান্থে?
মুস্তাক আহমদ

হাওজা / বিশ্ব ভৌগলিক পরিস্থিতি'  আপাতত সংকটময় দেখালেই আসলে তা নয়, বরং ইজরাঈল পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্থে উপনিত হয়েছে৷ 

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

রিপোর্ট: মুস্তাক আহমদ

বিশ্ব ভৌগলিক পরিস্থিতি' আপাতত সংকটময় দেখালেই আসলে তা নয়, বরং ইজরাঈল পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্থে উপনিত হয়েছে৷

— এখন আপনি প্রশ্ন করবেন, এসব কি বলছেন ? যেখানে হামাস নেতা ইসমাঈল হানিয়া (রহঃ) শহীদ, যেখানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ (রহঃ) শহীদ, সেখানে মুস্তাক আহমদ তুমি বৃথায় বকবক করছো না তো ?

কারবালার মত কঠিন সংকটের পর মা যয়নব (সাঃ)-কে প্রশ্ন করা হয়েছিল, আপনি কারবালায় কি দেখলেন? মা যয়নাব (সাঃ) জবাব দিয়েছিলেনঃ "আমি কারবালায় আল্লাহ'র সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখিনি৷"

মা যয়নাব (সঃ)-এর এমন ঐতিহাসিক শিক্ষার আলোকে বলা যেতেই পারে, ....
— আরে ভাই আমি কোন অবাস্তব কাল্পনিক কথা বলছি না, বরং আমি বিশ্ব ভৌগলিক বর্তমান পরিস্থিতির নিরিখে আজ বলতে বাধ্য হচ্ছি ... নেড়ী কুত্তা ইজরাঈল একদম ধ্বংসের কিনারে পৌঁছে গেছে ৷ সর্বক্ষেত্রে মহান আল্লাহর মুজেজা ও যুগের মাসুম ইমাম হযরত মাহদী (আঃ)-এর গায়েবি হাত দৃষ্টিগোচর হচ্ছে৷

আপনি বলবেনঃ সেটা কিভাবে ?
— সেটা দেখতে গেলে আসুন একটু গভীর ভাবে বিশ্লেষণ করি ৷

(১) বিশ্ব ভৌগলিক অবস্থানে সব থেকে কঠিন ও সংকট জাগায় অবস্থান করছে 'গাজা', যে গাজা'র রক্ষার জন্য নাম মাত্র একটি সংগঠন লড়াই করছে সে হল 'হামাস'৷ মনে রাখবেন হামাস কোন দেশ বা সরকার নয়, বরং একটি সংগঠন মাত্র ৷

(২) সেই সংগঠনকে সম্পূর্ণ ধ্বংস করার পূর্ণ তাগিদে ইজরাঈল আজও হামাস'কে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি, বরং হামাসের শক্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে ৷ অথচ সরাসরি ইজরাঈল'কে আমেরিকার ১০০% সহযোগিতা করেছে৷ এমন কি বিশ্বের মুসলমানদেশগুলিও ইজরাঈলকে সহযোগিতা করছে৷
কিন্তু মজার বিষয় গোটা বিশ্বের সকল পরাশক্তি সহযোগিতার মেল বন্ধনেও হামাস'কে আজও সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি৷

(৩) অথচ গাজা'কে সহযোগিতা করার ক্ষেত্রে ইরান দেশ ছাড়া আর কেউ নেই ৷ এমন কি গাজার এক দিকে সমুদ্র আর অপরদিকে নেড়ি কুকুরে ঘেরা হামাসের গাজা'টিকে সহযোগিতা করাটাও হাজার মুসকিল, সেই মুসকিলেও কিছুটা সহযোগিতা পেয়েও হামাস ইজরাঈলসহ গোটা বিশ্বের পরা শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে ৷ অথচ ইজরাঈল আমেরিকার মত দেশের সহযোগিতা নিয়েও হামাস'কে সম্পুর্ণ ধ্বংস করার ক্ষেত্রে ১০০% ব্যর্থ, - এটাই জীবন্ত মুজেজা ৷

(৪) অথচ লেবাননের হিজবুল্লাহর ক্ষেত্রে সম্পুর্ণ আলাদা পরিস্থিতি৷ লেবাননের ভৌগলিক অবস্থানে হিজবুল্লাহ'রা যেমন সহযোগিতা বেশি পায়, তেমনি তারা হামাসের থেকে সর্বদিকে অনেক বেশি শক্তিশালী৷ ইরান তাই লেবাননের হিজবুল্লাহকে সর্বদিক দিয়ে সহজে বেশি বেশি সহযোগিতা করতে পারে৷

(৫) মনে রাখা দরকার 'হিজবুল্লাহ'ও কিন্তু একটি সংগঠন মাত্র, কোন দেশ বা সরকার নয়৷ দীর্ঘদিন ধরে এই হিজবুল্লাহ ইজরাঈলের বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই করছে৷

(৬) ২০০৬-সালে ইজরাঈল দাবী করেছিল, হিজবুল্লাহ'কে সম্পূর্ণ ধ্বংস করে দেবে, সেই লক্ষে আস্ফালনের সহিত ইজরাঈল যুদ্ধ করেছিল হিজবুল্লাহর বিরুদ্ধে, কিন্তু মজার কথা হিজবুল্লাহ'র বুদ্ধিমত্তা ও শক্তির কাছে ইজরাঈল লেবাননের সীমানা ছাড়তে বাধ্য হয়েছিল৷ সেই জয়টি হিজবুল্লাহ'কে শতগুণ এগিয়ে রেখেছে৷

(৭) সেক্ষেত্রে হিজবুল্লাহ তারা তাদের ঈমানীচেতনার সহিত নিজেদের যুদ্ধ কৌশল ও শক্তিকে শতগুণ বৃদ্ধি করছে৷ বাস্তব কথা এটাই যে, হিজবুল্লাহ'র যুদ্ধ কৌশল ও অস্ত্রের মওজুদ যতটা আছে, ততটা ইজরাঈলের নেই, আর সেজন্য একাধিক বার ইজরাঈল অপমানিত হয়ে হিজবুল্লাহ'র মত একটি সংগঠনের নিকটে পরাজিত হয়েছে৷ এটা শুধু নৈতিক পরাজয় নয়, বরং যুদ্ধের পরিমন্ডলে বাস্তব পরাজয় বরণ করেছে ইজরাঈল৷

(৮) মনে রাখা দরকার হিজবুল্লাহ সকল সাহযোগিতা পায় ইরানের নিকট, আর কিছুটা সহযোগিতা পায় সিরিয়া ও ইরাকের নিকট৷
আর সেক্ষেত্রে ইজরাঈল সহযোগিতা পায় গোটা বিশ্বের নিকট৷ আমেরিকা ছাড়াও মুসলিমদেশগুলিও ইজরাঈলকে সহযোগিতা করে চলেছে৷ আর এই সহযোগিতা পেয়েও ইজরাঈল নিজেদের ২০০% শক্তি প্রয়োগ করেও সম্পূর্ণ ভাবে না হামাস'কে ধ্বংস করতে পারছে, আর না হিজবুল্লাহ'কে সম্পুর্ণরূপে ধ্বংস করতে পারছে৷

এখন প্রশ্ন হতে পারে, ইজরাঈল গোটা বিশ্বের পরাশক্তিগুলির সকল দিক দিয়ে সর্বক্ষেত্রে সহযোগিতা পেয়েও (নামমাত্র) সংগঠনগুলি' যেমনঃ হিজবুল্লাহ, হামস ও হুতিদের সম্পূর্ণ ধ্বংস করতে পারছে না কেন?

— উপরে উল্লেখিত প্রশ্নের জবাবের মধ্যেই লুকিয়ে আছে, আর একটি প্রশ্নঃ তাহলে কী ইজরাঈল সত্যিই ধ্বংসের পথে?

হ্যাঁ, ইজরাঈল সত্যিই ধ্বংসের দ্বার প্রান্থে, কারন গত দিন ধরে ইজরাঈল যে লেবাননে প্রবেশ করে যুদ্ধ ডঙ্কা বাজাচ্ছে, - আসলে এটি হিজবুল্লাহর একটি মরণফাঁদ৷
হিজবুল্লাহরা চাইছিল ইজরাঈল লেবাননে প্রবেশ করুক৷ আর ইজরাঈল সেই মরনফাঁদে ১০০% (সম্পূর্ণ ভাবে) পা দিয়েছে৷ এটাই হিজবুল্লাহ নৈতিক জয়, আর এই নৈতিক জয়টি বাস্তবে পরিণত হয়ে ইজরাঈল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে - এটাই বাস্তবতা ৷
আর এজন্য সর্বক্ষেত্রে মহান আল্লাহর মুজেজা ও যুগের মাসুম ইমাম হযরত মাহদী (আঃ)-এর গায়েবি হাত দৃষ্টিগোচর হচ্ছে৷

تبصرہ ارسال

You are replying to: .