হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হাসান (আ.) বলেন,
وَ قَالَ ع مَنْ أَدَامَ الِاخْتِلَافَ إِلَى الْمَسْجِدِ أَصَابَ إِحْدَى ثَمَانٍ آيَةً مُحْكَمَةً وَ أَخاً مُسْتَفَاداً وَ عِلْماً مُسْتَطْرَفاً وَ رَحْمَةً مُنْتَظَرَةً وَ كَلِمَةً تَدُلُّهُ عَلَى الْهُدَى أَوْ تَرُدُّهُ عَنْ رَدًى وَ تَرْكَ الذُّنُوبِ حَيَاءً أَوْ خَشْيَةً.
অর্থ: যে ব্যক্তি সবসময় মসজিদে যাওয়া আসা করে সে ৮টি উপকারিতার মধ্যে অন্তত পক্ষে ১টি উপকারিতা লাভ করবে। সেগুলো হলো:
১। ধর্মীয় বিষয়ে সুস্পষ্ট দলীল পাবে,
২। এমন বন্ধুর খোঁজ পাবে যার থেকে সে উপকৃত হবে,
৩। নিত্য নতুন ও বিস্ময়কর জ্ঞান লাভ করবে,
৪। এমন রহমত লাভ করবে যা তার জন্য অপেক্ষমাণ,
৫। এমন বক্তব্য শুনতে পাবে যা তাকে সত্যপথ দেখাবে,
৬। অন্যায় পথ থেকে দূরে রাখবে,
৭। লজ্জার কারণে গুনাহ পরিত্যাগ করবে,
৮। অথবা আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ করা থেকে বিরত থাকবে।
[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্ঠা- ১০৮; তুহাফুল উকুল, পৃষ্ঠা- ২৩৫]
লেখা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ হোসাইনি