হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী দখলদার অবৈধ রাষ্ট্র ইজরায়েল কর্তৃক ফিলিস্তিন ও লেবাননে ইতিহাসের নিকৃষ্ট ও বর্বর হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধ লক্ষ অসহায় নারী, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, অসুস্থদের হত্যা করেছে এবং আন্তর্জাতিক আইন ও বিশ্ব মানবতাকে তোয়াক্কা না করে আজও ইহুদিবাদী বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে; সেই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং নির্যাতিতদের পক্ষে সংহতি জানিয়ে একটি প্রতিবাদ র্যালি আয়োজন করা হয়।
আজ (১৫ ই অক্টোবার, রোজ মঙ্গলবার) বাদ যোহর একটি প্রতিবাদ র্যালি বগুড়া সেন্ট্রাল মসজিদ হতে শহর প্রদক্ষিন করে সাতমাথায় এসে পথ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সহ-সভাপতি কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসেন, মাওলানা শরিফুল ইসলাম প্রভাষক আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইরান (বাংলাদেশ শাখা), মো: শাহিনুর রহমান প্রভাষক এম. এইচ কলেজ শিবগঞ্জ, বগুড়া।
সমাবেশে বক্তাগণ ইজরায়েল এবং সাম্রজ্যবাদী আমেরিকা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সমূহের উপড় বিশেষ করে ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের উপড় যে অমানবিক অত্যাচার চালিয়ে আসছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং পাশাপাশি জাতিসংঘ, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সমূহের নিরব ভূমিকার ব্যাপক সমালোচনা করেন। সৌদি আরব, তুরস্ক, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যর সম্পদশালী দেশগুলো আজ ইজরায়েলের সাথে আঁতাত করে চলছে যা এই সংকটকে আরো প্রকট করে তুলেছে বলে বক্তাগণ উল্লেখ করেন। উপস্থিত ছাত্র জনতা সম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, রাজতন্ত্র, সন্ত্রাসবাদের বিপক্ষে ধীক্কার জানান এবং ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা ও ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
পরিশেষে সংগঠণের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব আবু জাফর মন্ডল বিশ্বের সকল মুসলমানকে অন্যায়ের বিরুদ্ধে একাত্ম হওয়ার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের শান্তিকামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি র্যালির সমাপ্তি ঘোষণা করেন।