۲۲ آذر ۱۴۰۳ |۱۰ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 12, 2024
গাযা যুদ্ধে ইসরাইলী সেনাবাহিনী ট্যাংক ও গোলাবারুদের ঘাটতিতে ভুগছে!
গাযা যুদ্ধে ইসরাইলী সেনাবাহিনী ট্যাংক ও গোলাবারুদের ঘাটতিতে ভুগছে!

হাওজা / গাযা যুদ্ধে ট্যাংক ও গোলাবারুদের অভাব , স্বল্পতা ও ঘাটতিতে ইসরাইলী সেনাবাহিনী ভুগছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সির এ খবর ও প্রতিবেদন সংক্রান্ত কিছু বিশ্লেষণ :
গাযা যুদ্ধে ট্যাংক ও গোলাবারুদের অভাব , স্বল্পতা ও ঘাটতিতে ইসরাইলী সেনাবাহিনীর ভোগার কারণ কী ? দুটো কারণে:
১. গাযা ও লেবানন - এ দুই ফ্রন্টে লড়তে যাওয়া ট্যাংক ও গোলাবারুদ ঘাটতির এক অন্যতম কারণ।
এবং ২. ১লা অক্টোবরে ২০২৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য বস্তু সমূহের একটি ছিল গাযায় ইসরাইলী ট্যাংক ও গোলাবারুদের সমূহের ডিপো ও সমাবেশের ওপর সফল ক্ষেপণাস্ত্র হামলা যার ফলে ইসরাইলী সেনাবাহিনীর প্রচুর ট্যাংক ও গোলাবারুদ ধ্বংস হয় যা ইরান স্পষ্ট উল্লেখ করেছে। ১লা অক্টোবরের আগে ইসরাইলের ট্যাংক , গোলাবারুদ ও মিসাইলের অভাব , ঘাটতি ও স্বল্পতার কথা শোনা যায় নি বরং ১লা অক্টোবর ২০২৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরাইলের ট্যাংক, যুদ্ধ বিমান , গোলাবারুদের ডিপো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমূহের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার পর ইসরাইলী সেনাবাহিনী গোলাবারুদ , আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ও ট্যাংক ঘাটতি, স্বল্পতা ও অভাবের কথা ব্যক্ত করছে । তাঁর মানে ১লা অক্টোবর ২০২৪ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পূর্ণ মাত্রায় সফল হয়েছে যদিও ইসরাইল , মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) ও পশ্চিমারা তা স্বীকার করছে না । কারণ এ কথা স্বীকার করলে ইরানী সমর প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কার্যকারিতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যাবে এবং এরফলে বিশ্বব্যাপী ইরানী সমর প্রযুক্তি , ক্ষেপণাস্ত্র , অস্ত্র ও ড্রোনের কদর বাড়বে ও বাজার সৃষ্টি হবে এবং ইরান এ সব অস্ত্র, সমর প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হবে এবং ইরানের ওপর মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) আরোপিত তাহরীম ( নিষেধাজ্ঞা) ও হিসার (অবরোধ) ভেস্তে যাবে ও ভণ্ডুল হবে ; বিশ্বে ইরানের আদর্শিক , রাজনৈতিক , অর্থনৈতিক ও সামরিক প্রভাব ও প্রতিপত্তি বাড়বে এবং মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , পাশ্চাত্য ও ইসরাইলের প্রভাব ও প্রতিপত্তি কমবে । এসবের জন্যই ইসরাইল , মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , পশ্চিমারা এবং তাদের তল্পিবাহকরা ইরানী সমর প্রযুক্তি , অস্ত্র , ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে নিম্ন মানের অকার্যকর ও ফালতু বলে দেখায় এবং তা ব্যাপক ভাবে তাদের সংবাদ মাধ্যম সমূহে প্রচার করছে।
মুহাম্মদ মুনীর হুসাইন খান


https://www.aa.com.tr/en/middle-east/israeli-army-admits-it-suffers-shortage-of-tanks-ammunition-amid-gaza-war/3276115

تبصرہ ارسال

You are replying to: .