হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
منْ صَدَقَ لِسَانُهُ زَكَى عَمَلُهُ وَ مَنْ حَسُنَتْ نِيَّتُهُ زِيدَ فِي رِزْقِهِ وَ مَنْ حَسُنَ بِرُّهُ بِأَهْلِ بَيْتِهِ مُدَّ لَهُ فِي عُمُرِهِ.
যে সত্যবাদী, তার আমল পরিশুদ্ধ (ও আল্লাহর পছন্দনীয়) হয়ে যাবে,
যার নিয়ত নেক ও নির্লোভ, তার রিযিক বৃদ্ধি পাবে,
যে তার পরিবার-পরিজনের সঙ্গে সদয় ও সদাচরণ করবে, তার আয়ু বৃদ্ধি পাবে।
[ওয়াসায়েলুশ শিয়া, খন্ড- ১, পৃষ্ঠা- ৫৬]