হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
عَلَيكُم بِالعَفوِ؛ فَإنَ العَفوَ لا يَزيدُ العَبدَ إلاّ عِزّا، فَتَعافَوا يُعِزَّكُمُ اللّهُ.
তোমাদের উচিত মানুষকে ক্ষমা করে দেয়া; নিশ্চয় ক্ষমা করার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়! সুতরাং তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাদেরকে ইজ্জত ও সম্মান দান করবেন।
[উসুলে কাফি, খন্ড- ২, পৃষ্ঠা- ১০৮, হাদীস- ৫]