۱ آذر ۱۴۰۳ |۱۹ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 21, 2024
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম

হাওজা / শেখ নাঈম কাসেম, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে, সংগঠনটি দীর্ঘমেয়াদি যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে।

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম গতকাল বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক তিনটি হামলার কথা উল্লেখ করেন যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শাহাদাতবরণ করেন।

শেখ কাসেম বলেন, ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না।

হিজবুল্লাহর দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ঘোষণা

যেকোনো সংকট মোকাবিলা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে- জানিয়ে শেখ নাঈম কাসেম বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র ১০ দিন সময় নিয়েছি। তিনি বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদি লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

হিজবুল্লাহর নয়া মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েল আমাদেরকে বশ্যতা ও অপমানের মধ্যে যেকোনো একটি বেছে নেয়ার সুযোগ দিয়েছে। কিন্তু এর কোনোটিই আমরা মেনে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

تبصرہ ارسال

You are replying to: .