সংগ্রহ: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর আস সাদিক (আঃ) বর্ণনা করেছেন যে, হজরত ফাতিমা যাহরা (আঃ) তাঁর জীবনের শেষ মুহূর্তে ইমাম আলী (আঃ)-কে সম্বোধন করে বলেছিলেন:
اِذا تَوَفَّیْتُ لا تُعْلِمْ اِلاّ اُمَّ سَلَمَةَ وَ اُمَّ اُیْمَنَ وَ فِضَّةَ وَ مِنَ الرِّجالِ اَبْنَیَّ وَ الْعَبّاسَ وَ سَلْمانَ وَ عَمّاراً وَ المِقْدادُ وَ اَبّاذَرَ وَ حُذَیْفَةَ وَ لا تُدْفِنِّی اِلاّ لَیْلاً وَ لا تُعْلِمْ قَبْرِی اَحَداً؛
"হে আবুল হাসান ! আমি ইন্তেকাল করে গেলে ....
(১) নারীদের মধ্য থেকে কেবলমাত্র উম্মে সালমা, উম্মে আয়মান, ফিজ্জা'কে ডাকবেন ৷
(২) আর পুরুষদের মধ্যে আমার দুই সন্তান হাসান, হোসাইন এবং আব্বাস, সালমান, আম্মার, মিকদাদ, আবুজার ও হুজাইফা ছাড়া আর কাউকে খবর দিবেন না।
(৩) আমাকে গভীর রাতে ছাড়া দাফন করবেন না৷
(৪) আর আমার কবর সম্পর্কে কাউকে অবহিত করবেন না যাতে তা গোপন থাকে।
সুত্রঃ তাবারীর, আল দালাইলুল ইমামাহ গ্রন্থ, পৃ. ৪৪ ; বিহার আল-আনওয়ার, খণ্ড ৭৮, পৃ. ৩১০