হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ধর্ম প্রচার সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মদ কোম্মি মাশহাদের অনুষ্ঠিত “ইরানে হামদেল” বা “সহমর্মিতার ইরান” শীর্ষক এক কনফারেন্সে বক্তৃতাকালে বলেছেন, যদি লেবাননের মানুষদেরকে সাহায্য করার বিষয়টি শরীয়ত নির্ধারিত কর্তব্য বলে ফতোয়া জারি করা নাও হত, তবুও পৃথিবীর এক প্রান্তে নির্মম নির্যাতনের শিকার হওয়া মুসলিম জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতা করা প্রত্যেক ইমাম হুসাইনের (আ.) ভালোবাসায় আত্মনিবেদিত ধর্মীয় গোষ্ঠী, সংস্থা ও ফাউন্ডেশন এর উপর অত্যাবশ্যক কর্তব্য বলে মনে করা হত এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দিত।
তিনি বলেন, বর্তমান সময়ে আমরা প্রতিরোধ সংগ্রামের পথে এবং ইমাম হুসাইন (আ.). যালিমের যুলুমের বিরুদ্ধে যে প্রতিবাদী অবস্থান গ্রহণ করেছিলেন, সেই একই পথের পথিক হয়েছি। তিনি এ বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন পবিত্র কুরআনে যেমনিভাবে আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করা ও আল্লাহর শরীয়তের বিধান সমাজে জাগ্রত করার কথা বলা হয়েছে, বর্তমানে আমরা সেই জিহাদের ময়দানে অবস্থান করছি এবং আমাদের সর্বশক্তি দিয়ে দুশমনের বিরুদ্ধে জিহাদ করা আবশ্যিক কর্তব্য।
তিনি আরো বলেছেন, বর্তমান সময়ে যার যা কিছু আছে, যতটুকু সামর্থ্য আছে, তাই দিয়ে হিজবুল্লাহ ও লেবাননের নিপীড়িত মানুষদের সাহায্য করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত। একই সাথে দখলদার সাম্রাজ্যবাদী ইসরায়েল সরকারের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তুলতে হবে।
তিনি এই বিষয়কে শরীয়ত নির্ধারিত কর্তব্য বলে গুরুত্ব আরোপ করে বলেছেন, শিয়া-সুন্নিসহ মুসলিম বিশ্বের সকল মাযহাবের অনুসারীদের ওপর এটা আবশ্যিক কর্তব্য যে তারা লেবাননের অধিবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে এবং তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তিনি বলেন, আজকে লেবাননের অধিবাসীরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং গাজা ও ফিলিস্তিনের অধিবাসীদের সাহায্যের জন্য সর্বাত্মক শক্তি দিয়ে এগিয়ে এসেছে বলেই তারা আজ সাম্রাজ্যবাদী ও মানবতা বিরোধী শক্তিদের অমানবিক হামলা ও নিপীড়নের শিকার হচ্ছে। বর্তমানে তাদের জীবন মারাত্মক হুমকির মুখে এবং তারা গৃহহীন হয়ে শরণার্থীর মত জীবন যাপন করছে। তাদের স্বজনরা একে একে শহীদ হয়ে যাচ্ছে আর এভাবে তারা নিজেদের জান কোরবানি দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ইরানের ধর্ম প্রচার সংস্থার প্রধান আরো বলেছেন, আজকে ইমামদের অষ্টম নক্ষত্রের হারামের পাশে প্রতিরোধ আন্দোলনের সমর্থনে যে ধরনের সহমর্মিতামূলক পদক্ষেপ গৃহীত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। একদল স্বেচ্ছাসেবী খাদেম গোষ্ঠী লেবাননের নিপীড়িত মানুষদের দুর্দশা লাঘবের নিমিত্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন তাদেরকে যেভাবেই হোক একটু সাহায্য করা যায়। তারা সাধারণ মানুষদের থেকে সাহায্য সংগ্রহ করে লেবাননের মানুষদের জন্য পাঠিয়ে দিচ্ছে। লেবাননের নিপীড়িত মানুষদের জন্য যখন ইরান থেকে বিশেষ করে এই মাশহাদ শহর থেকে হাদিয়া প্রেরণ করার এই সংবাদ শুনতে পেলাম তখন তাদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি ইমাম রেজা (আ.) যার কাছে তাদের কল্যাণের জন্য দোয়া কামনা করেছি।