۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
সহিংসতা বিরোধী আন্দোলন
সহিংসতা বিরোধী আন্দোলন

হাওজা / পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত ও মাজহাবগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত ও মাজহাবগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ১৫৬ জন। রোববার (২৪ নভেম্বর) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি আর ৬৬ জন শিয়া।

পাকিস্তান সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় প্রচুর শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে উভয় সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার পুলিশি পাহারা মধ্যেও শিয়াদের দুটি পৃথক গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হলে সর্বশেষ সহিংসতা শুরু হয়। ওই হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়। অঞ্চলটিতে প্রায়শই শিয়াদের উপর এমন রক্তক্ষয়ী হামলা চালিয়ে থাকে তথাকথিত সুন্নি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রোববার বলেছেন, আজকে আমাদের অগ্রাধিকার হল উভয় পক্ষের মধ্যে এই বিরোধের মীমাংসা করে সহিংসা বন্ধ করা। এটা হলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে করতে পারব।

تبصرہ ارسال

You are replying to: .