হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: Channel Satyer PathyE (মানবতার পথ চলা) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা থেকে বাংলা ভাষায় একটি YouTube চ্যানেলের নাম ৷ এই Channel দ্বারা মূলত নবী (সঃ)এর আহলে বাইতের মর্যাদা, অপ্রকাশিত ইতিহাস, জ্ঞানচর্চা প্রচারিত হয় ৷
আজ থেকে ১২ বছর পূর্ব থেকে এই সত্যের পথে নামে একটি প্রিন্টেড পত্রিকা প্রকাশিত হতো, যেটি এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলিতে মানুষের ঘরে ঘরে পৌঁছাত ৷ এখন যেহেতু অডিও ভিজিয়ুলের যুগ, তাই সেই পত্রিকার নামেই চ্যালেন চালানো হচ্ছে ৷
আল্লাহর নবী সঃ বিদায় হজ সেরে গাদীরে খুম নামক স্থানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন ৷ সেই ভাষণে মানবজাতির মুক্তির জন্য কোরআনের পাশাপাশি তিনি তাঁর আহলে বাইতকে সমভাবে দৃঢ়ভাবে ধারন করার তাগিদ দিয়েছেন ৷
ইসলামের বা কোরআনের অন্যতম গূরুত্বপূর্ণ বিষয় হলো নবীপাকের আহলে বাইতের মান্যতা দেওয়া ৷
তাই আমরা দেখছি ইসলামিক ইতিহাসে নবীপাকের আহলে বাইতের আলোচনার অভাব ও বিকৃত ইতিহাসের ভরা ৷
যেহেতু নবীপাকের আহলে বাইতের পদমর্যাদা বা মারেফত জ্ঞাত হওয়া প্রত্যেক উম্মতের জন্য অবশ্য কর্তব্য, তাই এই চ্যালেনের কাজে নেমেছেন একটি নৈতিক দায়িত্ব হিসাবে ৷
অপরদিকে বপশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ব্যাপক ভাবে এই আহলে বাইতের আলোচনা যাতে প্রচার হয়, তার প্রচেষ্টা করা হচ্ছে চ্যানেলের মাধ্যমে ৷
আপনারা এই উদ্যোগকে সমর্থন বা সহযোগিতার জন্য নিজেদের হাত বাড়িয়ে দিতে পারেন ৷ সাবস্ক্রাইব করে চ্যানেলকে সমৃদ্ধ করতে পারেন ৷
নিচে সত্যের পথে চ্যানেলের লিঙ্ক দেওয়া হলোঃ https://linktr.ee/satyer_pathe
উপরে এই লিঙ্কে প্রবেশ করে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের তৈরী ভিডিওগুলি শেয়ার করে করে প্রচার করতে পারেন ৷
(মুস্তাক আহমেদ)