হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস তারীখে তাবারী, আল কামিল ফিত্ তারীখ, মাআলিমুত্ তানযীল পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
হুজুর (সাঃ) হযরত আলীর প্রতি ইঙ্গিত করে বলেনঃ
إِنَّ هَذَا أَخِي وَ وَصِيِّي وَ خَلِيفَتِي فِيكُمْ، فَاسْمَعُوا لَهُ وَ أَطِيعُوه.
জেনে রেখো যে, সে তোমাদের মাঝে আমার ভাই, উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত। সুতরাং তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার আনুগত্য করবে।
(তারীখে তাবারী ২:২১৭, আল কামিল ফিত্ তারীখ ২:৬৪, মাআলিমুত্ তানযীল ৪:২৭৮)