হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আমিরুল মু'মিনিন হযরত আলী (আঃ) বলেন, 'যদি মানুষের মধ্যে এই পাঁচটি খাসিলত বিদ্যমান না থাকত তবে সবাই সালেহিনদের (পূণ্যবান) অন্তর্ভূক্ত হত, যথাঃ
১. নিজের অজ্ঞতা সম্পর্কে বেখবর থাকা,
২. দুনিয়ার প্রতি অত্যধিক টান,
৩. অতি কৃপণতা,
৪. লোক দেখানো ইবাদত, ও
৫. অতি স্বার্থপরতা!
[غررالحكم، ج- 2، ص-451، ح- 3260]
আল্লাহতালা আমাদের সকলকে এই ৫ টি খাসিলত থেকে উত্তরণের তওফিক দান করুক ও সালেহিনদের অন্তর্ভূক্ত করে নিক। আমিন।
অনুবাদঃ রাসেল আহমেদ রিজভী