হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের বোলপুর শান্তিনিকেতন ৷৷ "কারবালা নগর"
ফারসে আযা ....কারবালায় শহীদ ছ'মাসের শিশু হযরত আলী আসগার (আঃ)-এর স্মরণে শোকানুষ্টান ৷
আজ 19 - 09 - 2021 বোলপুর শান্তিনেকতনের সন্নিকটে "কারবালা নগর"এ শিশু শহীদ হযরত আলী আসগার আঃ স্মরনে একটি শোকানুষ্টানে আয়োজন করা হয়,
উক্ত শোকানুষ্টানে উপস্থিত ছিলেন মওলানা নূর আলম মন্ডল সাহেব, যিনি এসেছিলেনঃ উত্তর চব্বিস পরগণা নারিকেলবেড়িয়া গ্রাম থেকে ৷
তিনি বলেনঃ "কারবালায় আলী আসগার এমন একটি শহীদ, যা বিশ্বের সকল ধর্মের সকল যুগের মানূষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে ৷"
এসেছিলেন মওলানা এরসাদ সিদ্দিকি সাহেব, যিনি শোকানুষ্টানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলায়ত পাঠ করে শোনান ৷
এসেছিলেন মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব, যিনি এসেছিলেন উত্তর চব্বিস পরগণার বশিরহাট এলাকার সুন্দরিয়া গ্রাম থেকে ৷ তিনি বলেনঃ "যারা জান্নাতে যেতে চায়, তারা যেন তাদের হৃদয়ে হযরত আলীর বেলায়তের মহব্বত প্রতিষ্টা করে এবং কারবালার শহীদ হযরত হুসাইনের জন্য শোকাভূত হয়ে ক্রন্দন করে ৷"
এসেছিলেন সত্যের পথে পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ সাহেব, যিনি এসেছিলেন হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকা থেকে, তিনি বলেনঃ "কেউ যদি নবীপাকে জ্ঞান-বিজ্ঞানসহ সকল জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাকে হযরত আলীর বেলায়তের দরজায় যেন আসে, কারন সেই জ্ঞান হুসাইন আঃএর ফারসে আযায় আছে ৷ নবীপাক বলেছেনঃ মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে, ...তাহলে কেউ যদি মায়ের কোলের শিশু মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সভ্যতা ইত্যাদি দিতে চায়, সে জন্য হুসাইন আঃএর ফারসে আযার মধ্যে আসে ৷"
পুরো শোকানুষ্টানটি পরিচালনা করে হযরত সৈয়দেনা রাসাদাত আলী আল কাদরী সাহেব ৷ যিনি বহু প্রচেষ্টায় এই "কারবালা নগর" গড়েছেন এবং সেখানে ফারসে আযা'কে প্রতিষ্টিত করেছেন ৷