হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের প্রধান আল্লামা সাজিদ আলী নাকভী বলেছেন, ওলামা ও জাকিরদের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে হবে।
আল্লামা সাজিদ আলী নাকভী বলেন, আলেম ও জাকিরদের মাহাত্ম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরো বলেন, আলেম-জাকিররা আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মতপার্থক্য নিরসন করুক, যাতে মানুষের উপর এর ভালো প্রভাব পড়ে,বর্তমানে অবস্থা খুবই খারাপ,বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তির অবসান ঘটাতে তরুণ ও জনগণকে প্রশিক্ষিত করা জরুরি।
তিনি শেষে বলেন, জাতিকে নিয়ে যেসব সমস্যা ও অসুবিধার সম্মুখীন হয় সেসব ক্ষেত্রেও ওলামা ও জাকিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।