۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
পবিত্র কোরআন ও আহলে বাইতের উজ্বল মুজেযা
পবিত্র কোরআন ও আহলে বাইতের উজ্বল মুজেযা

হাওজা / পবিত্র কোরআন ও আহলে বাইতের উজ্বল মুজেযা পরিবর্তন ও পার্থক্য

মুস্তাক আহমদ (সত্যের পথে)

বর্তমান অস্থির সময়ে সমাজের ৯৫% লোক ও তাদের পরিবার ভাবছেন, ....২৫-শে ডিসেম্বর, ১-লা জানুয়ারীর দিনগুলি ......মদ নারী ও ডিজে মিউজিকের সাথে ফূর্তি আমোদ করতে যাবো ৷

তাদের মাথায় পরিকল্পনার কিলবিলি হচ্ছে ..".এইভাবে ঘুরবো ! ঐ ভাবে নাচবো ! এই রান্না হবে ! ঐ ভাবে ক্যামেরা করে ফেসবুকে ইউটিউবে ছাড়বো ৷"

কিন্তু আল্লাহর কি করুণা ও নবীপাকের কি মুজেজা যে, ........যারা নবীপাকের ছেড়ে যাওয়া "কোরআন ও তাঁর আহলে বাইতকে সমভাবে মানেন, নবীপাকের আহলে বাইতকে মহব্বত করেন তাদের ভাবনা হচ্ছেঃ.......

"কেমন করে আমরা বিবি যাহরার আঃএর শাহাদত পালন করবো !

কেমন ভাবে আমরা মানুষকে ডাকবো ও তাদের তাবারুক বন্টন করবো !

এবং কিভাবে নিজেদের সন্তানদের যাহরা আঃএর বৃহস্পতিবারের বিশেষ দোয়া খায়েরের মাধ্যমে বেঁধে রাখবেন, যাতে দুনিয়ার বেহাল্লাপানার রঙ্গ তামাশাতে না ভেসে যায় ৷

আল্লাহপাকের রসুলের ওয়াদা ছিলো, তিনি সাদিক আমিন, তিনি বলে গিয়েছিলেনঃ

নবীপাকের কথার মুজেজা আজো প্রতিফলিত হচ্ছে ....

তিনি (সঃ) বলেছিলেনঃ ..... "আমি তোমাদের দুটি মহামূল্যবান বস্তু ছেড়ে যাচ্ছি, যারা এদুটিকে সমভাবে মজবুত করে ধরে রাখবে তারা কোনদিন বিপথগামী হবে না ৷

সেই মূল্যবান দুটি বস্তু হলোঃ আল কোরআন ও আমার ইতরাতে আহলে বাইত ৷ এদুটি একে অপরকে ছাড়বে না, হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে ৷"

تبصرہ ارسال

You are replying to: .