۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
News ID: 375776
30 دسمبر 2021 - 13:55
হুজ্জাতুল ইসলাম মাওলানা শেখ সাবির রেজা
হুজ্জাতুল ইসলাম মাওলানা শেখ সাবির রেজা

হাওজা / ইমাম জাফর সাদিক্ব (আঃসাঃ) বলেন: যদি কেউ নতুন বৎসরের প্রথম রাতে এই দু'আ পাঠ করে, তাহলে সে পুরোটা বৎসর শারীরিক কষ্ট থেকে নিরাপদে থাকবে এবং (সেই বৎসর) তার সমস্ত মনের ইচ্ছা (মনো'কামনা ও আশা) পূরণ হবে, ইন'শা'আল্লাহ ।

হুজ্জাতুল ইসলাম মাওলানা শেখ সাবির রেজা

ইমাম জাফর সাদিক্ব (আঃসাঃ) বলেন: যদি কেউ নতুন বৎসরের প্রথম রাতে এই দু'আ পাঠ করে, তাহলে সে পুরোটা বৎসর শারীরিক কষ্ট থেকে নিরাপদে থাকবে এবং (সেই বৎসর) তার সমস্ত মনের ইচ্ছা (মনো'কামনা ও আশা) পূরণ হবে, ইন'শা'আল্লাহ ।

সাইয়্যেদ ইবনে তাউস তার "ফালাহুস'সায়েল" গ্রন্থের ২৫০ / ২৫২ নং পৃষ্ঠায় লিখেছেন যে বর্ণনাকারী (রাবি) ওহাব ইবনে আব্দে রব্বেহী বলেছেন যে:

আমি আবু আবদুল্লাহ (ইমাম জাফর সাদিক্ব (আঃসাঃ) -কে বলতে শুনেছি:

যে ব্যক্তি এইভাবে হযরত ফতেমা যাহরা (সাঃআঃ) -এর তাসবীহ পাঠ করবে, প্রথমে ৩৪ বার "আল্লাহু আকবার", তারপর ৩৩ বার "সুবহান আল্লাহ", তারপর ৩৩ বার "আলহামদু'লিল্লাহ্" পড়বে, অতঃপর এই দু'আ পড়বে -

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

لَاْ إلٰهَ إِلَّا اللّٰهُ إِنَّ اللّٰهَ وَمَلَائِکَتَهُ یُصَلُّونَ عَلیٰ النَّبِیِّ یَا أَیُّهَا الَّذِیْنَ آمَنُوا صَلُّوَا عَلَیْهِ وَسَلِّمُوا تَسْلِیْمَاً (اللَّهُمَّ صَلِّ عَلیٰ مُحَمَّدٍ وَّ آلِ مُحَمَّدٍ)

لَبَّیْکَ رَبَّنَا، لَبَّیْکَ وَسَعْدَیْکَ، (وَسَعْدِیْکَ) اللَّهُمَّ صَلِّ عَلیٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، وَعَلیٰ أَهْلِ بَیْتِ مُحَمَّدٍ، وَعَلیٰ ذُرِّیّةِ مُحَمَّدٍ، والسَّلاَمُ عَلَیْهِ وَعَلَیْهِمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَکَاتُهُ، وَاَشْهَدُ أنَّ التَّسْلِیْمَ مِنَّا لَهُمْ، وَالْاِئْتِمَامَ بِهِمْ، وَالتَّصْدِیْقَ لَهُمْ، رَبَّنَا آمَنَّا وَصَدَّقْنَا، وَاتَّبَعْنَا الرَّسُولَ وَآلَ الرَّسُولِ، فَاکْتُبْنَا مَعَ الشَّاهِدِیْنَ.

اللَّهُمَّ صُبَّ الرِّزْقَ عَلَیْنَا صَبَّاً صَبَّاً، بَلَاْغاً لِلآخِرَةِ وَالدُّنْیَا، مِنْ غَیْرِ کَدٍّ وَلاَ نَکَدٍ، وَلَا مَنٍّ مِنْ أَحَدٍ مِنْ خَلْقِکَ، إِلَّا سَعَةً مِنْ رِزْقِکَ، وَطِیْباً مِنْ وُسْعِکَ، مِنْ یَدَیْکَ الْمَلأَی عَفَافاً، لَاْ مِنْ أَیْدِیْ لِئَامِ خَلْقِکَ، إِنَّکَ عَلیٰ کُلِّ شیءٍ قدِیرٌ.

اللَّهُمَّ اجْعَلِ النُّوْرَ فی بَصَرِی، وَالبَصِیْرَةَ فی دِیْنِی، وَالیَقیْنَ فی قَلْبِی، وَالإِخْلاَصَ فی عَمَلِی، وَالسِّعَةَ فی رِزْقِی، وَذِکْرَکَ بِاللَّیلِ وَالنَّهَارِ عَلیٰ لِسَانِی، وَالشُّکْرَ لَکَ أَبَدَاً مَا أَبْقَیْتَنِی.

اَللَّهُمَّ لَاْ تَجِدْنِی حَیْثُ نَهَیْتَنِی، وَبَارِکْ لِی فیمَا أَعْطَیْتَنِی، وَارْحَمْنِی إِذَا تَوَفَّیْتَنِی، إِنَّکَ عَلَی کُلِّ شَیءٍ قَدِیرٌ.

মহান আল্লাহ তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, এবং ওই সময় থেকে পরবর্তী বৎসরের ওই দিনের ওই সময় পর্যন্ত সে নিম্ন উল্লেখ কষ্ট থেকে রক্ষা পাবে ।

দারিদ্রতা, উন্মাদনা, কুষ্ঠরোগ / কুষ্ঠব্যাধি, আকস্মিক মৃত্যু, (দুঃখজনক মৃত্যু) এবং ওই সমস্ত বালা'মুসিবত যা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে, (এর থেকে সে নিরাপদে থাকবে) এবং যদি ঐ বৎসরেই তার স্বাভাবিক মৃত্যু ঘটে, তাহলে কিয়ামতের দিন তাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে এবং তার প্রতিদান হবে জান্নাত ।

(তবে সে যদি ঈমানের চুড়া ও সঠিক পথে অটল থাকে) ।

বর্ণনাকারী (রাবি) বলেন: আমি জিজ্ঞেসা করলাম, মাওলা, এই দু'আ সারা বৎসর এবং প্রতিদিন পড়তে হবে কি?

প্রতিউত্তরে: তিনি বললেন- না, বৎসরের শুরুতে একবার মাত্র পাঠ করলে আল্লাহ তা'আলা সারা বৎসর তার উপরে নিজের দয়া ও কৃপার দৃষ্টিপাত করবেন, ইন'শা'আল্লাহ ।

দু'আ-র অনুরোধ রহিল

ইতি: আপনার ভাই শেখ সাবির রেজা

বিঃ দ্রঃ: আমার প্রয়াত পিতা "আব্দুল মালেক ইবনে আক্কাস আলী" সাহেবের জন্য সূরা আল-ফাতিহা পাঠ করার অনুরোধ রহিল।

تبصرہ ارسال

You are replying to: .