۱۲ اردیبهشت ۱۴۰۳ |۲۲ شوال ۱۴۴۵ | May 1, 2024
ফাতেমা যাহরা (সাঃ)
ফাতেমা যাহরা (সাঃ)

হাওজা / হজরত ফাতেমা যাহরা (সাঃ) বাড়ির সমস্ত কাজ কে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন, একদিন বাড়ির সমস্ত কাজ নিজেই করতেন, আর অপর দিন জানাবে ফাতেমা যাহরা (সাঃ) এর দাসী জানাবে ফিযযাহ (সাঃ) করতেন, নিজের দিনের কাজ কখনোই জনাবে ফিযযাহ (সাঃ) কে করতে বলতেন না।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

হজরত ফাতেমা যাহরা (সাঃ) বাড়ির সমস্ত কাজ কে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন, একদিন বাড়ির সমস্ত কাজ নিজেই করতেন, আর অপর দিন জানাবে ফাতেমা যাহরা (সাঃ) এর দাসী জানাবে ফিযযাহ (সাঃ) করতেন, নিজের দিনের কাজ কখনোই জনাবে ফিযযাহ (সাঃ) কে করতে বলতেন না।

সুতরাং একবার রসূলুল্লাহ (সাঃ) নিজের কন্যার বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন, তিনি দেখলেন, তার কন্যা শিশুকে কোলে নিয়ে জাঁতায় গম সিপাই করছেন,

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আমার কন্যা সন্তানটিকে, তোমার দাসীর কোলে দিয়ে দাও, আর তুমি জাঁতাকলে গম সিপাই করো, উত্তরে জানাবে ফাতেমা যাহরা (সাঃ) বললেন, হে বাবা জান, আজ আমার কাজের দিন, ফিযযার কাজের দিন নয়।

تبصرہ ارسال

You are replying to: .