۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
রাসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিত
রাসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিত

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

قال رسولُ اللّهِ صلى الله عليه و آله وسلم

مَن أرادَ أن يَنظُرَ إلى آدمَ في علمِهِ، وإلى نوحٍ في فَهمِهِ، وإلى إبراهيمَ في حِلمِهِ، وإلى يحيى بنِ زكريّا في زُهدِهِ، وإلى موسى بنِ عِمرانَ في بَطْشِهِ، فَليَنْظُرْ إلى عليِّ بنِ أبِي طالب عليه السلام.

. تاريخ دمشق: ۴۲ / ۳۱۳ / ۸۸۶۲.

রাসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিত:-

তিনি বলেছেন: যে ব্যক্তি হযরত আদম (আঃ) কে তার জ্ঞানে, হযরত নূহ (আঃ) কে তার উপলব্ধিতে, হযরত ইব্রাহীম (আঃ) কে তার ধৈর্যশীলতায়, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া (আঃ) কে তার তপস্বীতে, এবং হযরত মুসা ইবনে ইমরান (আঃ) কে তার বর্বরতায়, দেখতে চায়, তাকে আলী ইবনে আবি তালেব (আঃ) এর দিকে দেখা উচিত।

তারীখে দামিশক্ব ৪২-৩১৩-৮৮৬২

تبصرہ ارسال

You are replying to: .