۱۰ فروردین ۱۴۰۳ |۱۹ رمضان ۱۴۴۵ | Mar 29, 2024
ফাতেমা যাহরা (সা. আ.)
ফাতেমা যাহরা (সা. আ.)

হাওজা / রাসূল (সা.)-র ওফাতের পর আহলে বাইতের উপর অত্যাচার নির্যাতনের সূত্রপাত ঘটে কয়েকজন ক্ষমতালোভী ব্যক্তি কর্তৃক ওহী গৃহে আক্রমণের মাধ্যমে।

লেখা: আবুল কাসিম

পর্ব ৫- (৫) মোহাম্মদ আল শাহরিসতানী তার কিতাবে বর্ণনা করেছেন যে :

“اِن عُمَرَ ضَرَبَ بَطْنَ فاطِمَةَ یَوْمَ الْبَیْعَةِ حَتی اَلْقَتْ اَلْجَنینَ مِنْ بَطْنِه”

"হযরত ওমর জনগণের কাছে বাইয়াত গ্রহণের দিন হযরত ফাতিমা যাহরার (সাঃআঃ) উদরে এমনভাবে আঘাত করে যে , উক্ত আঘাতের কারণে হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর অকালে গর্ভপাত ঘটে" ²⁵

(৬) উক্ত কথাটি ইস্ফারায়ীনি এভাবে বর্ণনা করেছেন যে ,

“اَن عُمَرَ ضَرَبَ فاطِمَةَ وَ مَنَعَ میراثَ الْعِتْرَ:

অর্থ: "হযরত ওমর স্বয়ং নিজে হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) কে প্রহার করে এবং তাঁকে তাঁর ইরস দিতে অস্বীকার করে"। ²⁶

(৭) এছাড়া অন্যান্য সুন্নি আলেমগণ বলেন -

“اِن عُمَرَ ضَرَبَ بَطْنَ فاطِمَةَ یَوْمَ الْبَیْعَةِ حَتی اَلْقَتْ اَلْمُحْسِنَ مِنْ بَطْنِ

অর্থ:- "(হযরত আবু বকরের পক্ষে বাইয়াত গ্রহনের দিন) হযরত ওমর হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর পেটে আঘাত করে যার ফলে নবীকন্যার অকালে গর্ভপাত ঘটে এবং হযরত মোহসীন মারা যান" ²⁷

(৮) মাকাতিল বিন আতিয়া বলেন -

"হযরত আবু বকর তরবারীর ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে জোরপূর্বক বাইয়াত নেয়ার পরে হযরত ওমর , কুনফায কিছু সাহাবীদেরকে হযরত আলী (আঃ) এবং ফাতিমা যাহরা (সাঃআঃ) এর ঘরে প্রেরণ করে ।

হযরত ওমর বেশ কিছু কাঠ হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর ঘরের দরজার কাছে একত্রিত করে তাতে আগুন লাগিয়ে দেয় । যখন হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) দরজার কাছে আসেন তখন হযরত ওমর জ্বলন্ত দরজার পাল্লা দ্বারা এমনভাবে হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) কে চাপা দেয় যে , উক্ত কারণে নবীকন্যার অকালে গর্ভপাত ঘটে এবং তাঁর সন্তান মারা যায় ।

জ্বলন্ত দরজার কীলক হযরত ফাতিমা যাহরা (সাঃআঃ) এর বক্ষে ঢুকে যায় এবং উক্ত কারণে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে ইহলোকে পাড়ি দেন" ²⁸

(৯) হযরত ফাতিমা যাহরার (সাঃআঃ) পবিত্র গৃহে অগ্নিকান্ডের উক্ত ঘটনাটি সম্পর্কে হযরত ওমর পত্র লিখে মুআবিয়াকে অবগত করে।

পত্রটির কিছু অংশ এখানে উল্লেখ করছি -

"যখন আমি ফাতিমার ঘরের দরজায় আগুন লাগিয়ে দিলাম তখন ফাতিমা দরজার পিছনে দাড়িয়ে ছিল এবং আমাকে এবং আমার সঙ্গিদেরকে তার ঘরে প্রবেশ করতে দিচ্ছিল না।

তখন আমি চাবুক দিয়ে তার বাহুতে এমনভাবে আঘাত করি যে , তার হাতে হাতকড়ার ন্যায় দাগ পড়ে যায় ।

তখন সে এমনভাবে উচ্চস্বরে কাঁদতে থাকে যে , আমি অনুভব করছিলাম যে , আমার অন্তর ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে ।

কিন্তু পরক্ষণেই আমি বদর ও ওহদের যুদ্ধে আলীর হাতে মারা যাওয়া সেই সব ব্যাক্তিদের কথা স্মরণ করি তখন আমার ক্রোধ বহুগনে বৃদ্ধি পায় ।

তখন আমি ফাতিমার ঘরের জ্বলন্ত দারজায় এমন জোরে এক লাথি মারলাম যে , উক্ত কারণে ফাতিমার অকালে গর্ভপাত ঘটে ।

অতঃপর ফাতিমা ক্রন্দন করে বলতে থাকে , হে বাবা ! হে রাসুল (সাঃ) ! আপনি দেখুন যে , আপনার প্রিয় কন্যার সাথে কিরূপ অত্যাচারমূলক আচরণ করা হচ্ছে ।

অতঃপর সে বলে , হে ফিজ্জা ! তাড়াতাড়ি আস , আমার গর্ভের বাচ্চা মারা গেছে ।

অতঃপর যখন সে দেয়ালে হেলান দেয় তখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি ।

কিন্তু ফাতিমা তারপরেও আমাকে বাধা দেয়ার চেষ্টা করলে আমি তার গালে এমন এক চড় মারি যে, তার কানের দুল খুলে পড়ে যায়"। ²⁹ …চলবে…

تبصرہ ارسال

You are replying to: .