মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী
হযরত নবী করীম (সাঃ) আয়েশার উপস্থিতিতে বসে ছিলেন, এমন সময় এক ইহুদী প্রবেশ করল। আর নবী করীম (সাঃ) কে সালামুন আলাইকুমের পরিবর্তে বলল: "আলসামু আলিকুম" অর্থাৎ "তোমার মৃত্যু হোক"।
কিছু সময় পর আরেকজন এসে , " সালামুন আলাইকুমের পরিবর্তে বলল: "আলসামু আলিকুম" রাসুল (সাঃ) বুঝতে পারলেন, এটা কোন দুর্ঘটনা নয়, এটা ছিল মহানবী (সাঃ)-কে কথা দ্বারা হয়রানির করার পরিকল্পনা,
আয়েশা এসব সুনে খুবই রেগে গেলেন, এবং চিৎকার করে বললেন "তোমার মৃত্যু হোক "
মহানবী (সাঃ) সুনে বললেনঃ
“হে আয়েশা! ওদের উপলক্ষে কটু কথা বলো না, তুমি কি জানো কটু বার্তা যদি মূর্তি হতো, তার মুখমন্ডল কুৎসিত ও কুরূপ হতো.
সুতরাং স্নিগ্ধতা, নম্রতা ও ধৈর্য্যতা সর্ব জিনিসকে সুন্দর ও সুশোভিত করে তোলে, আর অপরিস্কার সৌন্দর্যহীন ও সুদর্শনহীন করে তোলে, "তুমি এতো রাগান্বিত ও ক্রোদ্ধিত কেন?"
আয়েশা বললেনঃ
হে আল্লাহর রাসূল (সাঃ) আপনি কি দেখতে পাচ্ছেন না, এরা আপনার উদ্দেশ্য নির্লজ্জতা পূর্ন ও অশ্লীলতা পূর্ণ শব্দ ব্যবহার করছে ,সালামুন আলাইকুমের পরিবর্তে "আলসামু আলিকুম" বলছে, নবী করীম (সাঃ) বললেন: তুমি কি দেখেছো না, আমিও তাদের উত্তরে বললাম, "আলাইকুম" (আপনার জন্য ও) ওদের জন্য এতটাই যথেষ্ট আছে,
(ওস্তাদ মোতাহহারী, দাস্তানে রাস্তান, খন্ড ১, পৃ ১৬৯_১৭০)