۳۰ فروردین ۱۴۰۳ |۹ شوال ۱۴۴۵ | Apr 18, 2024
হযরত আলী (আঃ)
হযরত আলী (আঃ)

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

عَنْ عَلِیٍّ علیه السلام، قَالَ: «هَبَطَ جَبْرَئِیلُ علیه السلام عَلی آدَمَ علیه السلام، فَقَالَ: یَا آدَمُ، إِنِّی أُمِرْتُ أَنْ أُخَیِّرَکَ وَاحِدَةً مِنْ ثَلاَثٍ، فَاخْتَرْهَا وَ دَعِ اثْنَتَیْنِ، فَقَالَ لَهُ آدَمُ علیه السلام: یَا جَبْرَئِیلُ، وَمَا الثَّلاَثُ؟ فَقَالَ: الْعَقْلُ، وَالْحَیَاءُ، وَالدِّینُ، فَقَالَ آدَمُ علیه السلام: إِنِّی قَدِ اخْتَرْتُ الْعَقْلَ، فَقَالَ جَبْرَئِیلُ علیه السلام لِلْحَیَاءِ وَالدِّینِ: انْصَرِفَا وَدَعَاهُ، فَقَالاَ: یَا جَبْرَئِیلُ، إِنَّا أُمِرْنَا أَنْ نَکُونَ مَعَ الْعَقْلِ حَیْثُ کَانَ، قَالَ: فَشَأْنَکُمَا، وَعَرَجَ»

হযরত আলী (আঃ) হতে বর্ণিত: হযরত জিবরাঈল আমীন (আঃ) হযরত আদম (আঃ) এর উপর অবতরণ হলেন আর বললেন হে আদম (আঃ) আমি আপনার নিকট তিনটি জিনিস নিয়ে এসেছি,যার মধ্যে একটিকে নির্বাচন করুন এবং অপর দুটিকে ছেড়ে দিন, হযরত আদম (আঃ) জিবরাঈল (আঃ) কে জিজ্ঞাসা করলেন, ঐ তিনটি জিনিস কি? হযরত জিবরাঈল আমীন (আঃ) উত্তরে বললেন, প্রথম:- বিবেক-বুদ্ধি, দ্বিতীয়:- হায়া (ঈর্ষান্বিত) তৃতীয়:- দ্বীন (ধর্ম), সুতরাং জানাবে আদম (আঃ) তাদের মধ্যে বিবেক-বুদ্ধিকে বেছে নিলেন,

অতঃপর জিবরাঈল (আঃ) হায়া (ঈর্ষান্বিত) ও দ্বীন (ধর্ম) কে বললেন, তোমরা পাল্টে যাও, চলে যাও, তখন হায়া (ঈর্ষান্বিত) ও দ্বীন (ধর্ম) বললেন, হে জিবরাঈল (আঃ) আমাদের সম্পর্কে আদেশ রয়েছে, যেখানে বিবেক বুদ্ধি থাকবে, সেখানে আমরাও থাকব,

হযরত জিবরাঈল (আঃ) বললেন অতি উত্তম, এবং হযরত জিবরাঈল (আঃ) আকাশে প্রত্যাবর্তন করলেন,

( উসুল আল কাফী খন্ড ১ হাদীস নং ২,, আল- মহাসিন পৃ ১৯১,)

تبصرہ ارسال

You are replying to: .