মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী
عن بعض أصحابنا رفعه إلی أبی عبد اللّه علیه السّلام قال:
قلت له: ما العقل؟
قال: ما عبد به الرّحمن و اکتسب به الجنان
قال: قلت:فالّذی کان فی معاویة؟
فقال: تلک النّکراء تلک الشّیطنة و هی شبیهة بالعقل و لیست بالعقل.
কয়েকজন সাহাবীর সূত্রে যারা ইমাম জাফর সাদিক (আঃ) এর নিকট প্রশ্ন করলেন,
বিবেক বুদ্ধির অর্থ কি?
তিনি বললেনঃ যার মাধ্যমে পরম করুণাময় আল্লাহ তায়ালার ইবাদত করা হয়, এবং স্বর্গ (বেহেশত) লাভ করা হয়, বর্ণনাকারী বলেন আমি বললামঃ তাহলে মুয়াবিয়ার মধ্যে কি ছিল?
তিনি বললেনঃ সেতো চাতুরী, ধূর্তামি, সেটা হল শয়তানী মূর্খতা এবং বিবেক বুদ্ধি অনুরূপ, কিন্তু প্রকৃত বিবেক বুদ্ধি নয়।
(উসুল আল কাফী খন্ড ১ হাদীস নং ৩)