۹ فروردین ۱۴۰۳ |۱۸ رمضان ۱۴۴۵ | Mar 28, 2024
হযরত ইমাম সাদিক (আঃ)
হযরত ইমাম সাদিক (আঃ)

হাওজা / হযরত ইমাম সাদিক (আঃ) বলেন, যে ব্যক্তি আমীরুল মোমেনীনের দর্শন ছেড়ে দেয়, তার উপর আল্লাহ করুনাময় দৃষ্টি ঐ সয়য় প্রজন্ত নিক্ষেপ করে না, যতক্ষষ তার দর্শনার্থী না হয়।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

قال الصادق عليه السلام:

من ترك زيارة أمير المؤمنين عليه السلام لم ينظر الله تعالى إليه، ألا تزورون من تزوره الملائكة والنبيون عليهم السلام، إن أمير المؤمنين عليه السلام أفضل من كل الأئمة، وله مثل ثواب أعمالهم، وعلى قدر أعمالهم فضلوا

হযরত ইমাম সাদিক (আঃ) বলেছেন:-

যে ব্যক্তি আমীরুল মোমেনীনের দর্শন ছেড়ে দেয়, তার উপর আল্লাহ করুনাময় দৃষ্টি ঐ সয়য় প্রজন্ত নিক্ষেপ করে না, যতক্ষষ তার দর্শনার্থী না হয়, যার দর্শনার্থী ফেরেশতা ও নবীগন (আঃ),

অবশ্যই আমীরুল মোমেনীন (আঃ) সকল ইমামগণের চেয়ে উত্তম, এবং তিনি তাঁর কৃতকর্ম স্বরূপে পুরষ্কার ও কর্ম অনুসারে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন।

( কামেল আল যিয়ারাহ ,পৃ ৩৮)

تبصرہ ارسال

You are replying to: .