۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
News ID: 377558
19 فروری 2022 - 14:08
মাওলানা সৈয়দ ফিরোজ হুসাইন যায়দী সাহেব
মাওলানা সৈয়দ ফিরোজ হুসাইন যায়দী সাহেব

হাওজা / হযরত আলী (আ:) এর জন্মদিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরের ন্যায় এ বছর ও কাবা ঘরে জন্মগ্রহণকারী জনাবে আবুতালিবের কলেজার টুকরো, ফাতিমা বিন্তে আসাদের নয়নতারা, দিন দুনিয়ার বাদশা, হাউজে কওসারের মালিক, আল্লাহ্‌র ওয়ালী, প্রথম ইমাম আমিরুল মোমেনীন হযরত আলী (আঃ)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে শুক্রবার ১৬ই রজব ১৪৪৩ হিজরী, ইং 18/02/2022, বাংলা ৫ই ফাল্গুন ১৪২৮ তারিখ, রাত 7:00 pm থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত বারগাহে সাকিনা বকচরা গ্রাম, উঃ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতে এক বিরাট বড় ম্যাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা ও কবিগণঃ

ক্বুরআন তিলাওয়াত করেনঃ জনাব আলী মাহ্দী সাল্লামাহু।

পরিচালকঃ জনাব মাওলানা আলীরেজা (রানা) সাহেব, সোমপুর (পেশ ইমাম বকচরা)।

কবিগণঃ

১/ জনাব আবরার (টিঙ্কু) সাহেব (মাসিয়া)।

২/ জনাব আলী মাহ্দী সাল্লামাহু।

৩/ জনাব মুজাফফার আলী সাহেব (কেওটশা)।

৪/ জনাব মাওলানা আলীরেজা (রানা) সাহেব (সোমপুর)।

৫/ জনাব মুফাজ্জুল মল্লিক সাহেব (ঘোনারবন)।

৬/ শিশু কবি মেহেজ সাল্লামাহু (ঢালিপাড়া)।

৭/ জনাব আলীরেজা তরফদার সাহেব (বকচরা)।

৮/ শিশু কবি আকাশ আলী গাইন (শংকারপুর)

এছাড়া আরও অন্যান্য কবি আছে।

প্রধান বক্তাঃ হুজ্জাতুল ইসলাম আলী জনাব মাওলানা সৈয়দ ফিরোজ হুসাইন যায়দী সাহেব ।

পরিচালনায়ঃ হযরত আলী (আঃ) যুব ফেডারেশন কমিটি (বকচরা)।

تبصرہ ارسال

You are replying to: .