۱۲ اردیبهشت ۱۴۰۳ |۲۲ شوال ۱۴۴۵ | May 1, 2024
News ID: 377709
23 فروری 2022 - 13:50
ইমাম কাযিম (আঃ) এর বানী
ইমাম কাযিম (আঃ) এর বানী

হাওজা / ইমাম (আঃ) বললেন,তারা ওদের অন্তর্ভুক্ত নয়, যাদের উপর আল্লাহ তিরস্কার করেছে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলেন: (হে অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ! শিক্ষা গ্রহণ কর)।

মাওলানা গোলাম মুস্তাফা নাজাফী

عن الحسن بن الجهم قال:

قلت لأبی الحسن علیه السّلام: إنّ عندنا قوما لهم محبّة و لیست لهم تلک العزیمة یقولون بهذا القول؟ فقال: لیس أولئک ممّن عاتب اللّه إنّما قال اللّه: فَاعْتَبِرُوا یٰا أُولِی اَلْأَبْصٰارِ.

জাহামের পুত্র হাসান হতে বর্ণিত:

তিনি বলেছেন, আমি ইমাম কাযিম (আঃ) কে বললাম, আমাদের মধ্যে এমন এক জাতি আছে, যারা ইমামকে ভালোবাসে; তাদের ক্ষেত্রে বলা হয়, কিন্তু তাদের মধ্যে দৃঢ় সিদ্ধান্ত নেই, (তারা বক্তৃতায় পছন্দ করে) , ইমাম (আঃ) বললেন,তারা ওদের অন্তর্ভুক্ত নয়, যাদের উপর আল্লাহ তিরস্কার করেছে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলেন: (হে অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ! শিক্ষা গ্রহণ কর)।

(উসুল আল কাফী খন্ড ১ হাদীস নং ৫)

تبصرہ ارسال

You are replying to: .