۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
৪৫-তম আন্তর্জাতিক বইমেলা
৪৫-তম আন্তর্জাতিক বইমেলা

হাওজা / ৪৫-তম আন্তর্জাতিক বইমেলার আজ দ্বিতীয় দিন ৷ গতকাল ১-লা মার্চ শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ৪৫-তম আন্তর্জাতিক বইমেলার আজ দ্বিতীয় দিন ৷ গতকাল ১-লা মার্চ শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা ৷ কভিড প্রোটকল মেনেই গীল্ড বইমেলার আয়োজন করেছে ৷

তবে এবারের বিশেষ আকর্ষণ ইরান ৷ গতকাল ইরানের স্টলে মানুষের উপস্থিতি ভালোই ছিল ৷

সাধারন মানুষের মধ্যে ইরান দেশ হিসাবে ভালো ধারনা আছে এবং বিশেষ আকর্ষণও সৃষ্টি হয়েছে ৷

বিভিন্ন মিডিয়া ইরানের স্টলে উপস্থিত হচ্ছেন এবং কভারআপ করছেন ৷

সাধারন মানুষের পক্ষ্য হতে ইরান দেশের আগ্রহে দেখতে আসছেন যে, ইরান কি কি বই নিয়ে উপস্থিত হয়েছে ৷

এমন কিছু মানুষ আসছেন যারা ইরানের খুটি নাটি বিষয় আগে থেকেই জানেন, স্টলে আসছেন আরো নতুন কিছু জানার জন্য ৷

এমন কিছু অতি সাধারন মানুষ আসছেন যারা "শিয়াদের স্টল" এই ভাবনায় আসছেন ৷

তা যায় হোক ইরানের স্টলের খবরাখবর ইতিমধ্যে 'পূবের কলম, আনন্দবাজার, channel win, দা স্টেটম্যান্ট সহ বহু বহু ইউটিউবার নিজের খবর হিসাবে প্রকাশ করছেন ৷

স্টলে ইরান এম্বাসীর পক্ষ্যে উপস্থিত হয়েছেন জনাব মওলানা জাকি হাসান সাহেব, আর রেনেসা পাবলিশারের পক্ষ্যে থেকে উপস্থিত হয়েছেন জনাব মুস্তাক আহমদ ৷

আপনারা ইরানের স্টলে উপস্থিত হয়ে বইপত্র পত্রিকা কিনুন এতে তারা বিশেষ ভাবে উৎসাহ পাবে ৷

تبصرہ ارسال

You are replying to: .