হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ তাকী আব্বাস রিজভী
শাবান মাস মাস মহান বরকত ও ফজিলতের মাস... এ মাস আমাদের গুনাহ থেকে ক্ষমা ও পার্থিব সাজ-সজ্জা থেকে নিজেদেরকে মুক্ত রাখার বার্তা দেয়।
এই মাসটি আল্লাহর নৈকট্য এবং মুহাম্মাদ (সা:)-এর পরিবারের ভালোবাসা ও জ্ঞানের অন্যতম উৎস।
এটি সবচেয়ে মূল্যবান মাস যাকে মহানবী (সা:) তাঁর মাস হিসেবে ঘোষণা করেছেন।
শাবান মাস খুশির মাস যেমন:
৩ শাবান সন ৩ হিজরি হযরত ইমাম হোসাইন (আ.)-এর জন্ম
মাওলা আব্বাসের (আ.) জন্ম ২৬ হিজরির ৪ শাবান
ইমাম সাজ্জাদের (আ.) জন্ম ৫ শাবান ৩৮ হিজরিতে
হযরত আলী আকবরের (আ.) জন্ম ১১ শাবান ৩২ হিজরিতে
১৫ শা'বান ২৫৫ হিজরিতে হজরত ইমাম মাহদি (আ.)-এর জন্ম একটি বরকতময় দিন যা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন এবং বেলায়েতের প্রতি অনুরক্ত হওয়ার বার্তা দেয়।
ইমামগণ এই বরকতময় মাসে প্রচুর রোজা রাখতেন, তাই শা'বান মাসে রোজা রাখা একটি উত্তম আমল।
মওলা আলী (আ.) বলেন, যে ব্যক্তি নবীর ভালোবাসা ও আল্লাহর নৈকট্য লাভের জন্য শা'বান মাসে রোজা রাখে, আল্লাহ তায়ালা তাকে তাঁর নৈকট্য দান করবেন।