হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, আমাদের সংবাদদাতা জানান, পেশাওয়ারের শহীদদের জানাজায় স্থানীয় কয়েকজন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এ উপলক্ষে অত্যন্ত করুণ দৃশ্যও দেখা গেছে, বিশেষ করে দুই তরুণ শহীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় মা বোনের কথা শুনে প্রতিটি চোখ জলে ভরে যায়।
জানাজা শেষে শহীদদের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বাকি শহীদদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামে পাঠানো হয়েছে।
জুলুসে উপস্থিত লোকজন সন্ত্রাসী ও তাদের মাস্টারমাইন্ডদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য যে, কর্তৃপক্ষের মতে তিনজন সন্ত্রাসীরা গতকাল পেশাওয়ারের ইমামিয়া জামে মসজিদে ঢুকে নিজেদের বিস্ফোরণ ঘটায়, যার ফলে ৬৩ জন শহীদ হন এবং ২০০ জনেরও বেশি আহত হন। সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস ঘটনার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করেছেন যে আমাদের নিরাপত্তা কর্মীরা পেশাওয়ার ট্র্যাজেডিতে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করেছে।
টুইটারে প্রকাশিত এক বার্তায় তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।