হুজ্জাতুল ইসলাম মাওলানা আব্দুল্লাহ হোসায়েনী
১ম পারার কতিপয় শিক্ষা, পর্ব-২
মুনাফিকদের বৈশিষ্ট্য
১- তারা শুধু মুখে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনার দাবি করে, ২- তারা ঈমানদারদের সাথে প্রতারণা করতে চায়, ৩- তাদের অন্তর ব্যাধিগ্রস্থ, ৪- তারা মিথ্যাবাদী, ৫- তারা নিজেদেরকে শান্তির বার্তাবাহক বলে দাবি করে, ৬- তারা ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে, ৭- তারা ঈমানদারদের নির্বোধ মনে করে, ৮- তারা ঈমানদারদের সাথে উপহাস করে, ৯- তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী ক্রয় করে, ১০- তারা হেদায়েতপ্রাপ্ত নয়।
📚 সূরা বাকারা আয়াত ৮-১৬