নবী (সা.) বলেছেন, “হে আলী, তোমার ওপর আমার শ্রেষ্ঠত্ব হলো নবুওয়াতের কারণে এবং আমার পরে কোন নবী নেই। আর সকল মানুষের ওপর তোমার সাতটি শ্রেষ্ঠত্ব রয়েছে, তুমি সর্বপ্রথম ব্যক্তি যে ঈমান এনেছে, তুমি আল্লাহর প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী, তুমি সকল মানুষ হতে প্রত্যায়ী এবং আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সবার অগ্রগামী, বায়তুল মাল বণ্টনে সর্বাধিক সমতা রক্ষাকারী, বিচার ও নেতৃত্বের ক্ষেত্রে সকল হতে ন্যায় বিচারক, আল্লাহর নিকট সম্মানের ক্ষেত্রে সকলের চেয়ে নৈকট্যের অধিকারী।”
[ আবু নাঈম তাঁর ‘হুলইয়াতুল আউলিয়া’ গ্রন্থে মাআয ইবনে জাবাল হতে হাদীসটি এবং আবু সাঈদ খুদরী হতে পরবর্তী হাদীসটি বর্ণনা করেছেন। মুত্তাকী হিন্দী এ দু’টি হাদীস তাঁর ‘কানযুল উম্মাল’ গ্রন্থের ৬ষ্ঠ খণ্ডের ১৫৬ পৃষ্ঠায় বর্ণনা করেছেন।]
[ তথ্য সূত্র:- ‘আল মুরাজায়াত’ পৃষ্ঠা ২০১- ২১৪, আল্লামাহ্ সাইয়্যেদ আব্দুল হুসাইন শারাফুদ্দীন আল মুসাভী]