হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, "ইমাম হুসাইন ইবনে আলী (আঃ) মানবতা ও ইসলামের রক্ষক" শিরোনামে একটি বই আজ প্রকাশিত হলো ৷
আজ ২৭-০৭-২০২২ তারিখে দুপুরবেলা বইটি প্রকাশ করা হলো ৷ আনুষ্টিক প্রকাশ ছিল না, তবে বইটি খুবই গুরূত্বপূর্ণ বই ৷
বইটি মূল সংকলক জনাব মওলানা সৈয়দ মোহাম্মদ সাদিক্ব হোসাইনী সাহেব, অনুবাদ করেছেন, এম. হাবিবুল্লাহ খান সাহেব, বইটি কম্পিটার কোম্পজে ছিলেন মওলানা ড. রিজওয়ানুস সালাম খান সাহেব, আর প্রকাশ করেছে, বেলায়ত পাবলিকেশন, নতুন দিল্লী ৷ প্রচ্ছদ ভাবনায় মুস্তাক আহমদ ৷
বইটিতে সংকলক সাহেব বিভিন্ন পরিচ্ছেদে যা তুলে ধরেছেন তা হলোঃ ইমাম হুসাইন (আঃ)-এর ব্যক্তিত্ব, কোরানিক, ফজিলত, নবী (সঃ) কতৃক বনর্নাকৃত ফজিলত, এবাদত, বদান্যতা, বীরত্ব, উদাত্ত আচরণ, তাঁর সংগ্রামের অন্তর্নিহিত হেতু, কারলাবালার মূল কারন, উম্মাতের কুফরি আচরণ ও মুফেকি আলামতসহ ইমাম হুসাইন আঃএর দ্বীনি কর্তব্য তুলে ধরেছেন ৷
আবশেষে বইটির শেষের দিকে ইমাম হুসাইন (আঃ)-এর পরিবারের বীরত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেছেন, এর মাধ্যমে মানবিকারত পরিচয় ফুটে উঠেছে বইটিতে ৷