۳۱ اردیبهشت ۱۴۰۳ |۱۲ ذیقعدهٔ ۱۴۴۵ | May 20, 2024
ইমাম হোসাইন (আ.)
ইমাম হোসাইন (আ.)-এর শোকে এক ফোঁটা চোখের জল ফেলার সওয়াব

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ.) একটি রেওয়ায়েতে (নিজের এবং তার সঙ্গী ও আনসারদের) দুঃখে এক ফোঁটা অশ্রু ফেলার সওয়াব বর্ণনা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-আমালি" বই থেকে উদ্ধৃত হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

ইমাম হোসাইন (আঃ) বলেছেন:

مَنْ دَمَعَتْ عَيْناهُ فينا دَمْعَةً بِقَطْرَةٍ اَعْطاهُ اللّه ُ تَعالى الْجَـنَّةَ

যে ব্যক্তি আমাদের জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে, মহান আল্লাহ তাকে জান্নাত দান করবেন।

(আল-আমালি, খণ্ড ১, পৃ ৩২০)

تبصرہ ارسال

You are replying to: .