۶ اردیبهشت ۱۴۰۳ |۱۶ شوال ۱۴۴۵ | Apr 25, 2024
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম হোসায়েন (আঃ)-এর কাছে অঙ্গীকার করুন যে, হে মাওলা! সর্বদা আপনার মিশন এগিয়ে নিয়ে যাব, যা হল ন্যায় কর্মের আদেশ দেওয়া এবং অন্যায় থেকে বাধা দেওয়া।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

ইমাম হোসায়েন (আঃ)-এর কাছে অঙ্গীকার করুন যে, হে মাওলা! সর্বদা আপনার মিশন এগিয়ে নিয়ে যাব, যা হল ন্যায় কর্মের আদেশ দেওয়া এবং অন্যায় থেকে বাধা দেওয়া।

১) মহররম মানে পাপ বর্জন করা।

শুধু পোশাক বদলানোই মহররমের আদব নয়, বরং মহররমের আদব হলো কারবালার নির্যাতিতদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে, আজ থেকে আমি সব হারাম কাজ পরিত্যাগ করব এবং ওয়াজিব সমূহ সম্পাদন করব। আর যে বছরের প্রারম্ভিক হয় ইমাম হোসায়েন (আঃ)-এর নাম দিয়ে তা যেন খারাপের ঘেরাটোপে না কাটে।

২) মহররম মানে বিপ্লব।

নিজের ব্যবহারিক জীবনে, যেমন অভ্যাসে, কথাবার্তা ও চরিত্রে যেন কারবালার ছায়া ও প্রতিবিম্ব দেখা যায়।

৩) মহররম মানে ঐক্য।

মতভেদের নিরসন ও ঐক্যের পরিবেশ প্রতিষ্ঠার নাম হল মহররম। আসুন আমাদের পারস্পরিক মতভেদকে দূরে রেখে মানবতার হিতৈষীকে স্বাগত জানাই।

৪) মহররম মানে জাগরণ।

অচৈতন্য থেকে জাগ্রত হওয়ার নাম হল মহররম। মহরমের উদ্দেশ্য কেবল কান্নাকাটি নয়, বরং এই কান্নার কোন না কোন উদ্দেশ্য আছে তা বোঝার চেষ্টা করুন।

মহররম কাঁদিয়ে কাঁদিয়ে অচেতন করার নাম নয়, বরং চেতনা আনার নাম।

৫) মহররম মানে শত্রু পরিচিত।

নিজের শত্রুদের চেনা এবং তাদের বিরুদ্ধে দৃঢ় ভাবে রুখে দাঁড়ানোর নামই হল মহররম। আন্তর্জাতিক পর্যায়ে যে অপপ্রচার চলছে, সে সম্পর্কে সচেতন হওয়া এবং যতটা সম্ভব প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। এরই নাম হল মহররম।

৬) মহররম মানে মিম্বারের সম্মান রক্ষা করা।

মহররম কোন খেল তামাশা এবং বিনোদনের নাম নয়, মহররম একটি মহান শিক্ষাকেন্দ্র। যেখান থেকে মানবতার সম্বোধন করা হয়। তাই এই উদ্দেশ্যে সফলতা অর্জন করার জন্য শুধুমাত্র বিদ্বান লোকদেরকে মিম্বরে স্থান দিন, অধীনস্থ করুন।

৭) মহররম মানে কোরবানী।

সব কিছু ত্যাগ করে *কেউ আছে, যে আমাকে সাহায্য করবে* এই কণ্ঠে ''লাববাইক'' বলার নাম হল মহররম।

ইমাম হোসায়েন (আঃ)-এর সমাবেশ ও জুলুসের আগে নিজের ব্যক্তিগত ব্যস্ততাকে অগ্রাধিকার দেবেন না বরং সর্বতোভাবে মজলিস ও জুলুসকে জৌলুস করতে সহযোগিতা করুন।

৮) মহররম মানে হিজাব।

মহররম হল হিজাবের অনুগত্য ও বাধ্যবাধকতা নাম। মহররম হল মহিলাদের শরীরী পর্দা এবং ভদ্রলোকদের চক্ষু পর্দার নাম। বেপর্দা নারী, না হযরত ফতেমা যাহরা (সাঃআঃ)-এর কানিজ হতে পারে আর না অভদ্র পুরুষ ইমাম হোসায়েন (আঃ)-এর অনুসারী।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

تبصرہ ارسال

You are replying to: .