۱ آذر ۱۴۰۳ |۱۹ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 21, 2024
মুস্তাক আহমদ
মুস্তাক আহমদ

হাওজা / হযরত আলী (আঃ)-এর বেলায়ত না মানলে মানুষ কাফের সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভূক্ত হয়, এবং আর আল্লাহপাক কাফের সম্প্রদায়কে কখনও হেদায়েত করেন না ৷

মুস্তাক আহমদ

গাদীরে খুমে হযরত আলী (আঃ)-এর বেলায়ত ঘোষণার জন্য সুরা মায়েদার ৬৭ নাম্বার যে আয়াত নাজিল হয়, সেই আয়াতের শেষের লাইনে আল্লাহপাক বলেনঃ "নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না ৷"

তাহলে এখান থেকে একটি কথা পরিস্কার হয় যে, হযরত আলী (আঃ)-এর বেলায়ত না মানলে মানুষ কাফের সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভূক্ত হয়, এবং আর আল্লাহপাক কাফের সম্প্রদায়কে কখনও হেদায়েত করেন না ৷

অপরপক্ষ্যে আল্লাহ যদি কাফেরদের হেদায়ত করতেন তাহলে কারবালা'র মত মর্মান্তিক ঘটনা ঘটতো না ৷

এখন প্রশ্ন এসে যায়, গাদীরে খুমের বার্তা না গ্রহণ করলে, আল্লাহ তাকে 'কাফের' শব্দে আখ্যায়িত করেছেন কেন ??

কারন যারা গাদীরের বার্তা মানে নি, তারা তো এক আল্লাহ, নবীর কথা, নামাজ রোজা হজ ইত্যাদি করেন, তবুও তাদের কোরআন 'কাফের' বলেছে কেন ??

আসলে এখানে আল্লাহ যাদের 'কাফের' শব্দে আখ্যায়িত করেছেন তারা নিজেদের স্বার্থের জন্য কিছু কিছু সত্যকে ধামা চাপা দিয়ে আড়াল করে দেয় ৷

এই কাফের সম্প্রদায়ের পরিচয় ব্যক্ত করতে একটি উদারহণই যথেষ্ট আর তাহল 'চাষী' ৷

'চাষী' যেমন মাটির নিচে বীজকে ধামা চাপা দেয়, ঠিক এরাও সত্যকে চেপে রাখে ৷ আড়াল করে রাখে ৷ যেহেতু গাদীরে খুমের ঘোষিত 'বেলায়ত-আলী'কে এরা আড়াল করে চলেছে ধারাবাহিক ভাবে তাই আল্লাহপাক সুরা মায়েদার ৬৭ নাম্বার আয়াতের শেষ লাইনে তাদের লক্ষ্য করে 'কাফের' বলে উল্লেখ করেছেন ৷

এই বেলায়তে আলী'কে তারা যদি ধামা চাপা না দিত তাহলে মাত্র ৫০ বছরেই কারবালার মত ঘটনা হতো না ৷

تبصرہ ارسال

You are replying to: .