হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الصَّادِقُ عَلَیْهِ السَّلاٰمُ : بَکَی عَلِیُّ بْنُ الْحسینؑ عَلَیْهِ السَّلاٰمُ عِشْرِیْنَ سَنَة وَمَا وُضِعَ بَیْنَ یَدَیْهِ طَعَام اِلَّا بَکَی۔
ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন : "ইমাম যয়নুল আবিদীন (আঃ)) কুড়ি বছর যাবৎ কারবালার স্মরণ করে কেঁদেছিলেন এবং যখনই তাঁর সামনে খাদ্য রাখা হত, তখন তিনি কাঁদতে শুরু করতেন।"
রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যখন কোন মানুষ জলপান করে তার উচিত ইমাম হোসায়েন (আঃ)-এর তৃষ্ণার কথা স্মরণ করা।