হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, তাজিকের স্বরাষ্ট্রমন্ত্রী রমজান রহিমজাদে এক বৈঠকে এ কথা বলেছেন।
তিনি সোমবার সন্ত্রাস দমন সংক্রান্ত এক বৈঠকে বলেছিলেন যে তালেবান কর্তৃক ৩০০০ সন্ত্রাসীকে আফগানিস্তানের পাসপোর্ট দেওয়া একটি বিপজ্জনক কাজ।
এ থেকে তালেবানের হুমকি আন্দাজ করা যায় বলে জানান তিনি। তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সকলের উচিত আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখা এবং এর সমাধানে এগিয়ে যাওয়া।
রহিমজাদেহের বক্তব্যের আগে, তাজিকের প্রেসিডেন্ট ইমাম আলী রেহমানও একই বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।