হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মাওলানা জয়নুল আবেদিন সাহেব নেপালগঞ্জের M.L.A জনাব জনাব ইয়াকুব আনসারীর সঙ্গে বৈঠক করেন।
ইয়াকুব আনসারী হলেন M.L.A এবং ভেষজ ওষুধের মহান ব্যবসায়ী তারই বাড়িতে এই বৈঠক হয় এবং তার স্ত্রী মৃত্যুতে শোক প্রকাশ করেন।
মাওলানা জয়নুল আবেদিন সাহেবর লেখা 'ইমাম হোসাইন (আ.) এর জীবনী' শিরনামে বই ইয়াকুব আনসারীকে পেশ করা হয়। এবং ইয়াকুব আনসারী হলেন নেপালের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ এবং আহলুল বাইতের ভক্তদের মধ্যে একজন।
তার বাড়িতে বহু বছর থেকে মহররমের ৯ তম দিন ইমাম হোসাইন (আ.) এর শোক অনুষ্ঠিত হয় এবং তিনি ব্যক্তিগতভাবে মাতমের আয়োজন করেন এবং শত শত মুসলমান ও হিন্দুদের মধ্যে ইমাম হোসাইন (আ.) এর স্বরনে তাবারুক বিতরণ করেন।
তিনিই প্রথম ব্যক্তি যিনি নেপালের বিখ্যাত শহর নেপালগঞ্জে ইমাম হোসায়েন (আ.) এর শোক পালনের অনুমতি পেয়েছেন। এবং বছরের পর বছর ধরে এই শহরের হিন্দু ও সুন্নিরা সেই অনুমতি নিয়ে রাস্তায় শোক মিছিল এবং তাজিয়া বাহির করেন।