হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "ওশায়েলুশ-শিয়াহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ.) বলেছেন:
مَنْ صامَ ثَلاثَةَ أَيّامِ مِنْ اخِرِ شَعْبانَ وَ وَصَلَها بِشَهْرِ رَمَضانَ كَتَبَ اللّه ُ لَهُ صَـوْمَ شَهْـرَيْنِ مُتَتـابِعَـيْنِ
যে ব্যক্তি শা'বান মাসের শেষ তিন দিনে রোজা রাখবে এবং রমজান মাসের রোজাদের সঙ্গে একত্রিত করবে, মহান আল্লাহ তাকে টানা দুই মাসের রোজার সওয়াব দান করবেন।
(ওশায়েলুশ-শিয়াহ, খণ্ড ৭, পৃ. ৩৭৫, হা. ২২)