হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কবরস্থান বাকী ইসলামের প্রাচীনতম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। বাকী নবীজীর সন্তানদের সমাধিস্থল। কিছু রেওয়ায়েত অনুযায়ী, বাকী হজরত ফাতিমা জাহরার সমাধিস্থল। বাকি চার ইমাম, ইমাম হাসান (আ.), ইমাম সাজ্জাদ (আ.), ইমাম বাকির (আ.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর সমাধিস্থলের সাথে সাথে অনেক মহান ব্যক্তিত্বও এখানে ঘুমিয়ে আছেন যাদের নাম উল্লেখ করা অসম্ভব।
নূরনগর শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশে জান্নাতুল বাকী ধ্বংস ১০০ বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাজেদুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম মাওলানা আবু সাঈদ সাহেব ও মাওলানা রামজান আলী। উক্ত অনুষ্ঠান হাবিবুর রহমান হবি সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।