۱ خرداد ۱۴۰۳ |۱۳ ذیقعدهٔ ۱۴۴۵ | May 21, 2024
শহিদদের জানাজা, প্রতিটি চোখ অশ্রুসিক্ত
হজরত আহমদ বিন মুসা শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলায় শহীদ দুই শহীদের জানাজায় বিপুল সংখ্যক শোকাহত মানুষ অংশ নেন এবং সন্ত্রাসী অভিপ্রায় নস্যাৎ করার আহ্বান জানান।

হাওজা / /হজরত আহমদ বিন মুসা শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলায় শহীদ দুই শহীদের জানাজায় বিপুল সংখ্যক শোকাহত মানুষ অংশ নেন এবং সন্ত্রাসী অভিপ্রায় নস্যাৎ করার আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রোববার মাগরিবের নামাজের সময় শিরাজ শহরে হযরত আহমদ বিন মুসা শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলা হয়, যাতে মাজারের একজন সেবক ও মাজারের নিরাপত্তায় নিয়োজিত এক যুবক শহীদ হন।

আজ শিরাজ নগরবাসী এই শহীদদের জানাজায় অংশগ্রহণ করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানান। এ সময় প্রতিটি চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।

শিরাজের শোহাদা চত্বর থেকে হযরত আহমদ বিন মুসা শাহ চেরাগের মাজার পর্যন্ত এবং আশপাশের রাস্তায় বসার জায়গা ছিল না।

জনগণ ও শহীদ পরিবারের লোকজন হাতে শহীদদের ছবি নিয়ে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

উল্লেখ্য, হযরত শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলায় ২ জন শহীদ ও ৭ জন আহত হন। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম রহমতুল্লাহ নরোজেফ এবং সে তাজিকিস্তানের বাসিন্দা।

تبصرہ ارسال

You are replying to: .