হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রোববার মাগরিবের নামাজের সময় শিরাজ শহরে হযরত আহমদ বিন মুসা শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলা হয়, যাতে মাজারের একজন সেবক ও মাজারের নিরাপত্তায় নিয়োজিত এক যুবক শহীদ হন।
আজ শিরাজ নগরবাসী এই শহীদদের জানাজায় অংশগ্রহণ করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় জানান। এ সময় প্রতিটি চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।
শিরাজের শোহাদা চত্বর থেকে হযরত আহমদ বিন মুসা শাহ চেরাগের মাজার পর্যন্ত এবং আশপাশের রাস্তায় বসার জায়গা ছিল না।
জনগণ ও শহীদ পরিবারের লোকজন হাতে শহীদদের ছবি নিয়ে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।
উল্লেখ্য, হযরত শাহ চেরাগ (আ.)-এর মাজারে সন্ত্রাসী হামলায় ২ জন শহীদ ও ৭ জন আহত হন। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম রহমতুল্লাহ নরোজেফ এবং সে তাজিকিস্তানের বাসিন্দা।