হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "নাহজুল-বালাগাহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন হজরত আলী (আ:) বলেছেন:
و لَقد قالَ لي رسولُ اللّه ِصلى الله عليه و آله: إنّي لا أخافُ على اُمَّتي مُؤمِنا و لا مُشرِكا، أمّا المُؤمنُ فيَمنَعُهُ اللّه ُ بإيمانِهِ ، و أمّا المُشرِكُ فيَقمَعُهُ اللّه ُ بشِركِهِ، و لكنّي أخافُ علَيكُم كُلَّ مُنافِقِ الجَنانِ، عالِمِ اللِّسانِ ، يقولُ ما تَعرِفونَ ، و يَفعَلُ ما تُنكِرونَ
আল্লাহ রাসূল (সা:) আমাকে বললেন, আমার উম্মতের ব্যাপারে মুমিন বা মুশরিকদের সাথে আমার কোনো বিরোধ নেই। কেননা আল্লাহ মুমিনকে তার ঈমানের কারণে (মন্দ থেকে) রক্ষা করবেন এবং মুশরিককে তার শিরকের কারণে লাঞ্ছিত করবেন।(কেউ তার কথা শুনবে না) বরং আমি তোমাদের জন্য এমন প্রত্যেক ব্যক্তিকে ভয় করি যে অন্তরে মুনাফিক এবং মুখে আলেম। যে বলে তুমি যা ভালো মনে কর আর যা খারাপ মনে কর তাই কর।
(নাহজুল-বালাগাহ: পত্র নং ২৭)