۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
gg
গাজা বসবাসের অনুপযোগী হলেও গাযা ভূখণ্ড ফিলিস্তিনিদের । তারা গাযা ছেড়ে কোথাও যাবে না ।

হাওজা / গাজা বসবাসের অনুপযোগী হলেও গাযা ভূখণ্ড ফিলিস্তিনিদের । তারা গাযা ছেড়ে কোথাও যাবে না ।

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজা ‘বসবাসের অযোগ্য’ এ খবর সংক্রান্ত কিছু কথা: বসবাসের অনুপযোগী হলেও গাযা ভূখণ্ড ফিলিস্তিনিদের । তারা গাযা ছেড়ে কোথাও যাবে না ।

এটা একটা নতুন কূট চাল ও ষড়যন্ত্র যা মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা ( যুক্তরাজ্য ), ইসরাইল , জাতিসংঘ , পাশ্চাত্য এবং কতিপয় ধামাধরা আরব দেশ মিলে করছে গাযাবাসীদের গাযা থেকে বের করে দেয়ার জন্য । (গাজা ) যেহেতু ইসরাইল এত ভয়ঙ্কর যুদ্ধ , আগ্রাসন , গণহত্যা ও সব ধরনের জঘন্য যুদ্ধাপরাধ করেও গাযাবাসীদের গাযা থেকে বের করতে সক্ষম হয়নি বরং ব্যর্থ হয়েছে। তাই জাতিসংঘ খয়েরখাহ সেজে যেন ইসরাইলের অসমাপ্ত কাজটা সমাপ্ত করার মিশনে নেমেছে। জাতিসংঘের পক্ষ থেকে এখন দেখানো হবে যে গাযা যুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে বসবাসের উপযোগী আর নেই । তাই সেখানে গাযাবাসীরা কিভাবে বসবাস করবে ? অতএব তাদের কে বাধ্য হয়ে গাযা ত্যাগ করে অন্যত্র কোথাও চলে যেতে হবে যেমন: মিসর , আশে পাশের আরব দেশ , আফ্রিক , ইউরোপ , ল্যাটিন আমেরিকার দেশ সমূহে !!!! এখন আর ইসরাইলকে বলতে হবে না : " গাযাবাসীরা ! গাযা ছাড় । " জাতিসংঘ বলা শুরু করবে যে " গাযাবাসীদের গাযায় থাকা আর সম্ভব নয় । কারণ গাযা বসবাসের উপযোগী নেই। তাই গাযাবাসীদের গাযা ছেড়ে অন্য কোথাও পুনর্বাসিত হতে হবে । " আর জাতিসংঘের বাহ্যত : যুক্তিপূর্ণ এ ধরনের আপাত : মানব দরদী কথা মেনে নিতে পারে পৃথিবীর বহু দেশ !!

আসলে ইসরাইল মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র ) ও পশ্চিমাদের সহায়তায় বেপরোয়া নির্বিচারে বোমাবর্ষণ ও আগ্রাসন চালিয়ে গাযা ধ্বংস ও বসবাসের অনুপযোগী করেছে যা হচ্ছে জঘন্য ভয়ঙ্কর যুদ্ধাপরাধ ও গণহত্যা । এরজন্য সম্পূর্ণ দায়ী ইসরাইল, মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা( যুক্তরাজ্য ) , ফ্রান্স ও পশ্চিমা দেশগুলো। ওদের এখন উচিত ক্ষতিপূরণ এবং গাযা পুনর্গঠনের অর্থ দেওয়া। এটা দয়াদাক্ষিণ্য নয় বরং ওদের অপরাধের মাশুল ও জরিমানা। কারণ ওরা সবাই যুদ্ধাপরাধী। গাযাবাসীরা কোথাও যাবে না । গাযা ভূখণ্ড ওদের । জাতিসংঘ এবার সুকৌশলে গাযাবাসীদের বের ও উচ্ছেদ করে গাযার দখল ও নিয়ন্ত্রণ ইসরাইলের ওপর ছেড়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরণের ভোজবাজি দিয়ে প্রভাবিত হওয়া একদম অনুচিত। জাতিসংঘের উচিত গাযা বসবাসের অনুপযোগী করার অপরাধে ইসরাইল, মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র ) , যুরা ( যুক্তরাজ্য) , ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোকে তীব্র নিন্দা করে ও সব দেশকে গাযার ক্ষতিপূরণ দানের চাপ দেওয়া এবং সেটার ব্যবস্থা ও আদায় করা।

تبصرہ ارسال

You are replying to: .