۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
মহান আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি লাভের সন্ধান
মহান আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি লাভের সন্ধান।

হাওজা / যে কেউ মহান আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি লাভের সন্ধান ও চেষ্টা করবে মহান আল্লাহ তাকে মানুষের কাছে সোপর্দ করবেন এবং ছেড়ে দেবেন।

অনুবাদ: মুহাম্মদ মুনির হোসেন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

ইমাম হুসাইন (আ) : منْ طَلَبَ رِضَى النّاسِ بِسَخَطِ اللّهِ وَكَلَهُ اللّهُ إِلىَ النّاسِ

যে কেউ মহান আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের বিনিময়ে ( মহান আল্লাহকে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ করে ) মানুষের সন্তুষ্টি লাভের সন্ধান ও চেষ্টা করবে মহান আল্লাহ তাকে মানুষের কাছে সোপর্দ (ও হস্তান্তর) করবেন এবং ছেড়ে দেবেন ( হেয় ও অপদস্থ করবেন ) ।

(সূত্র : বিহারুল আনওয়ার, খ : ৭৫ , পৃ : ১২৬ , হাদীস নং ৮)

تبصرہ ارسال

You are replying to: .