۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
News ID: 397127
7 مارچ 2024 - 09:53
স্বপ্ন তিন প্রকার
স্বপ্ন তিন প্রকার

হাওজা / স্বপ্ন তিন প্রকার। যথা: ১. মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ( বুশরা) , ২. শয়তানের পক্ষ থেকে দু:খ - শোক ও দুঃসংবাদ স্বরূপ (ও হতাশা ব্যঞ্জক) এবং ৩. মানুষ ( অবচেতন মনে ) নিজের সাথে যা বলে তাই সে স্বপ্নের মধ্যে দেখতে পায় ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা) বলেছেন:

الرؤيا ثلاثةٌ بُشرى مِن اللّهِ وتَحزِينٌ مِنَ الشيطانِ والذي يُحَدِّثُ بهِ الإنسانُ نَفسَهُ فَيَراهُ في مَنامِهِ

মহানবী (সা) বলেছেন : স্বপ্ন তিন প্রকার। যথা: ১. মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ( বুশরা) , ২. শয়তানের পক্ষ থেকে দু:খ - শোক ও দুঃসংবাদ স্বরূপ (ও হতাশা ব্যঞ্জক) এবং ৩. মানুষ ( অবচেতন মনে ) নিজের সাথে যা বলে তাই সে স্বপ্নের মধ্যে দেখতে পায় ।

(সুত্র : বিহারুল আনওয়ার , পৃ : ৬১ , পৃ : ১৯১ , হাদীস নং ৫৮)

تبصرہ ارسال

You are replying to: .