۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
সেহরী ও ইফতারের সময় সূরা কদর পাঠের সওয়াব
সেহরী ও ইফতারের সময় সূরা কদর পাঠের সওয়াব

হাওজা / ইমাম জাফর সাদিক (আ:) একটি রেওয়ায়েতে সেহরী ও ইফতারের সময় সূরা কদর পাঠ করার সওয়াবের কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম সাদিক (আ:) বলেছেন:

ما مِنْ مُؤْمِنٍ صَامَ فَقَرَأَ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقِدْرِ عِنْدَ سَحُورِهِ وَ عِنْدَ إِفْطَارِهِ إِلَّا كَانَ فِيمَا بَيْنَهُمَا كَالْمُتَشَحِّطِ بِدَمِهِ فِي سَبِيلِ اللَّهِ.

এমন কোন মুমিন রোজাদার নেই যে সেহরী খাওয়া ও ইফতারের সময় সূরা কদর পাঠ করে কিন্তু এই দুই সময়ের মধ্যে তাকে সেই ব্যাক্তির মত সওয়াব দেওয়া হবে যে আল্লাহর রাস্তায় নিজের রক্তে ডুবে থাকে।

(বিহারুল-আনওয়ার, খণ্ড ৯৭, পৃ. ৩৪৪)

تبصرہ ارسال

You are replying to: .