হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ:) বলেছেন:
ما مِنْ مُؤْمِنٍ صَامَ فَقَرَأَ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقِدْرِ عِنْدَ سَحُورِهِ وَ عِنْدَ إِفْطَارِهِ إِلَّا كَانَ فِيمَا بَيْنَهُمَا كَالْمُتَشَحِّطِ بِدَمِهِ فِي سَبِيلِ اللَّهِ.
এমন কোন মুমিন রোজাদার নেই যে সেহরী খাওয়া ও ইফতারের সময় সূরা কদর পাঠ করে কিন্তু এই দুই সময়ের মধ্যে তাকে সেই ব্যাক্তির মত সওয়াব দেওয়া হবে যে আল্লাহর রাস্তায় নিজের রক্তে ডুবে থাকে।
(বিহারুল-আনওয়ার, খণ্ড ৯৭, পৃ. ৩৪৪)