۲۹ اردیبهشت ۱۴۰۳ |۱۰ ذیقعدهٔ ۱۴۴۵ | May 18, 2024
ইবাদতের মৌসুম বিদায় নিয়েছে এবং সমাগত ও উদিত হয়েছে শাওয়ালের হিলাল
হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / ইবাদতের মৌসুম (রজব - শাবান - রমযান ) বিদায় নিয়েছে এবং সমাগত ও উদিত হয়েছে শাওয়ালের হিলাল ( নতুন চাঁদ) । ঈদুল ফিতর ইবাদত - বন্দেগী , ফিৎরাত ( সহজাত মানব প্রকৃতি) ও বিবেকবুদ্ধির ( আকল ) দিকে প্রত্যাবর্তনের ঈদ ও উৎসব উপলক্ষে জানাই সবাইকে আন্তরিক তাবরীক ( মুবারক বাদ) , তাহনিয়ত ( অভিনন্দন ) ও শুভেচ্ছা।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইবাদতের মৌসুম (রজব - শাবান - রমযান ) বিদায় নিয়েছে এবং সমাগত ও উদিত হয়েছে শাওয়ালের হিলাল ( নতুন চাঁদ) । ঈদুল ফিতর ইবাদত - বন্দেগী , ফিৎরাত ( সহজাত মানব প্রকৃতি) ও বিবেকবুদ্ধির ( আকল ) দিকে প্রত্যাবর্তনের ঈদ ও উৎসব উপলক্ষে জানাই সবাইকে আন্তরিক তাবরীক ( মুবারক বাদ) , তাহনিয়ত ( অভিনন্দন ) ও শুভেচ্ছা।

আস'আদাল্লাহু আইয়ামাকুম

أَسْعَدَ اللّٰهُ أَیَّامَکُمْ

( মহান আল্লাহ আমাদের আপনাদের সবার দিনগুলোকে সৌভাগ্য মণ্ডিত করে দিন )

কুল্লা ইওয়াওমিন ওয়া আন্তুম বি খইর

کُلَّ یَوْمٍ وَ أَنْتُمْ بِخَیْرٍ

( প্রতিদিন আপনারা সবাই কল্যাণ ও মঙ্গলের ওপর স্থিত থাকুন )

عید الفطر مبارک.

ঈদুল ফিতর মুবারক

এল ঈদ ও ঐ দিবসগুলো ( রমযান ) চলে গেল !

শত আফসোস যে (রোযার )ঐ উজ্জ্বল দিনগুলো গত হল

রহমত ( দয়া ) , মাগফেরাত ( ক্ষমা ) ও নরকাগ্নি থেকে মুক্তির মাস চলে গেল !

হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাতের মাস চলে গেল

পবিত্র কুরআন নাযিল হওয়ার মাস চলে গেল

একদিকে রমযান চলে যাওয়ার হাসরাত ( দু:খ ও অনুতাপ ) অন্যদিকে শাওয়াল ও ঈদুল ফিতরের ( আগমনের ) মাসার্রাত ( খুশি ও আনন্দ )

ইবাদতের মৌসুমের বিদায় ( দু:খ ভারাক্রান্ত ) লগ্নে ঈদের চাঁদের শুভোদয়ে জীবনের অনুপম শিক্ষা নিহিত নিশ্চয় ।

تبصرہ ارسال

You are replying to: .